Cliford Miranda: জেসনের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন মিরান্ডা

গোল পাচ্ছেন না জেসন কামিংস। বিগত কয়েকটি ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার। অফ ফর্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে…

Cliford Miranda, Jason Cummings

গোল পাচ্ছেন না জেসন কামিংস। বিগত কয়েকটি ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার। অফ ফর্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। জেসন কামিন্সের (Jason Cummings) ফর্ম নিয়ে মুখ খুলেছেন ক্লিফোর্ড মিরান্ডা (Cliford Miranda)।

আরও পড়ুন: East Bengal-Mumbai City FC: মশালবাহিনীর রাতের ঘুম কেড়েছেন স্টুয়ার্ট, মান রাখতে পারবেন ক্লেটনরা? 

   

গত ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মোহন বাগান (Mohan Bagan) সুপার জায়ান্টের হেড কোচ হুয়ান ফেরান্ডো।  নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে ডাগ আউটে থাকবেন ক্লিফোর্ড মিরান্ডা। ম্যাচের আগে তিনিই হাজির ছিলেন সাংবাদিক সম্মেলনে। ফলে জেসন কামিন্সের ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

আরও পড়ুন: Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’ 

ফুটবলারের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, “কামিংস মোটেই খারাপ খেলছে না। অনুশীলনেও খুবই ভাল করছে। মাঝে মাঝে কোনও শট গোলে যায়, আবার কখনও যায় না। মরশুমের শুরুতে কিন্তু ও প্রায় প্রতি ম্যাচেই গোল পাচ্ছিল। এখন সাময়িক ভাবে হয়তো ধারাবাহিকতায় কিছুটা ব্যাঘ্যাত ঘটেছে। তবে জেসন খুবই পরিশ্রম করছে এবং আমরা ওকে নিয়ে খুশি। দলের প্রত্যেকের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি। আমাদের কাছ থেকেও রোজই উন্নতি আশা করে সবাই। এর নামই তো ফুটবল।”

আরও পড়ুন: Steve Herbots: মোহনবাগানের জেতা ম্যাচে বিস্ফোরক অভিযোগ 

সাংবাদিক সম্মেলনে হুয়ানের ডেপুটি আরও বলেছেন, “ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের কাছে হারার পরে যে আমরা টানা ১২টা ম্যাচ জিতেছিলাম, সেটাও দয়া করে মনে রাখবেন। বসুন্ধরা ও ওডিশার কাছে হেরেছি যেমন, মাঝখানে হায়দরাবাদের বিরুদ্ধে জিতেছিও। টানা পাঁচটা ম্যাচ হেরেছি, তা তো নয়। লম্বা মরশুমে এমন হয়েই থাকে। কখনও সখনও যে কোনও দলই নীচের দিকে যায়। সারা দুনিয়ার যে কোনও লিগে, যে কোনও দলের ক্ষেত্রেই এটা হয়।”