Kerala Blasters: সবুজ-মেরুনের এই বিদেশী ফুটবলারকে টার্গেট করেছে কেরালা

আইএসএলে অনেক আগেই নিজেদের নিশ্চিত করে ফেলেছে দক্ষিণের ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। এবার নিজেদের ছন্দ বজায় রেখে টুর্নামেন্টের লিগলিল্ডের লড়াইয়ে টিকে থাকাই একমাত্র…

Atk Mohun Bagan Brendan Hamill questions answers round

আইএসএলে অনেক আগেই নিজেদের নিশ্চিত করে ফেলেছে দক্ষিণের ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। এবার নিজেদের ছন্দ বজায় রেখে টুর্নামেন্টের লিগলিল্ডের লড়াইয়ে টিকে থাকাই একমাত্র উদ্দেশ্য ইভান ভুকোমানোভিচের ছেলেদের। সেই মর্মেই ময়দানে দুই প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস ও ইমামি ইস্টবেঙ্গল দলের সঙ্গে পুরো পয়েন্ট পাওয়ার লড়াই চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স।

তবে টুর্নামেন্টের শীর্ষে থাকা দলগুলির থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে এই ক্লাব। এক্ষেত্রে খেলোয়াড়দের চোট অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যার জন্য আইএসএলের প্রথম লেগ হোক কিংবা দ্বিতীয় লেগ। সমস্যা দেখা দিয়েছে বারংবার। ‌

বিশেষ করে আদ্রিয়ান লুনা এবং কোয়েমি পেপড়ার মতো খেলোয়াড়দের অনুপস্থিতি যথেষ্ট ভুগিয়েছে ম্যানেজমেন্টকে। তারপরে ও খেতাব জয়ের স্বপ্ন দেখছে কেরালা। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য দ গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এই মরশুম শেষে দল থেকে ছাঁটাই হতে পারেন ক্রোয়েশিয়ান ফুটবলার মার্কো লেসকোভিচ। এই সিজনে দাপুটে এই বিদেশীর উপরেই ভরসা ছিল সকলের। কিন্তু নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারছেন না তিনি। তাই রিলিজ করে দেওয়া হতে পারে এই ফুটবলারকে।

তার বদলে চলে আনা হতে পারে সবুজ-মেরুন ব্রিগেডের দাপুটে ডিফেন্ডার ব্রান্ডন হ্যামিলকে। চলতি সিজনের মে মাস পর্যন্ত মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। মরশুম শুরুটা ঠিকঠাক থাকলেও পরবর্তীতে চোট পাওয়ার পর থেকে অনেকটাই অফ কালার তিনি। সেজন্য, সবকিছু বিচার বিবেচনা করেই এবার হয়তো তাকে রিলিজ করতে পারে হাবাসের দল। সেক্ষেত্রে, তাকে দলে টানতে পারে ভুকমানোভিচের কেরালা।