‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের বিরুদ্ধে ড্র করল মেরিনার্সরা

রবিবার চলতি ইন্ডিয়ান সুপার লীগে (ISL) ওডিশা এফসি’র বিরুদ্ধে ম্যাচে ATK মোহনবাগান ফুটবলারেরা প্রয়াত কিংবদন্তি ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিকের স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলতে…

Mohun Bagan drew with Odisha in ISL

রবিবার চলতি ইন্ডিয়ান সুপার লীগে (ISL) ওডিশা এফসি’র বিরুদ্ধে ম্যাচে ATK মোহনবাগান ফুটবলারেরা প্রয়াত কিংবদন্তি ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিকের স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামে।

করোনার জেরে, তিন ম্যাচ স্থগিতের পরে রবিবার রাতে ওডিশা এফসি’র বিরুদ্ধে গোলশূন্যতে ড্র করল ATK মোহনবাগান। হার্ড কোয়েরান্টাইন কাটিয়ে তরতাজা এবং চনমনে মেরিনার্সরা আগাগোড়া দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের বিরুদ্ধে দাপট দেখালেও গোলের মুখ খুলতে পারে নি। কারণ ওডিশা এফসি’র জমাট ডিফেন্স দুর্ভেদ্য হয়ে উঠেছিল স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্দোর ছেলেদের সামনে।

খেলার প্রথমার্ধে হুয়ান ফেরান্দোর ছেলেরা ফতোর্দাতে দ্রুত শুরু করে। লাগাতার ‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের ডিপ ডিফেন্সে ৫ টি গোলের প্রচেষ্টা চালায়। ম্যাচের ফাস্ট হাফে মেরিনার্সরা বিপক্ষকে নাজেহাল করে তোলে। সবুজ মেরুন বিগ্রেড শক্তিশালী প্রদর্শন করলেও ওডিশা এফসি’র জালে বল জড়াতে পারেনি।

atk

অন্যদিকে, ওডিশা এফসিও দাঁতে দাঁত চেপে লড়তে থাকে প্রথম হাফে, মোহনবাগানের বিরুদ্ধে। ম্যাচে আগাগোড়া ডাকাবুকো ম্যাচ টেম্পারমেন্ট ‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের। ম্যাচের ৩৯ মিনিটে বক্সের ডান দিক থেকে রয় কৃষ্ণ ডান পায়ের শট বাম দিকের কর্ণার অনুসরণ করে মিস হয়। ম্যাচের প্রথমার্ধে দ্য কলিঙ্গ ওয়ারির্সরা হাড্ডাহাড্ডি লড়াই ছুঁড়ে দেয় মেরিনার্সদের বিরুদ্ধে। প্রথমার্ধে কেউই গোলের লকগেট খুলতে পারে নি, গোলশূন্যতে প্রথমার্ধ শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে ফিরে এসে ‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের বিরুদ্ধে গোলের জন্য লাগাতার আক্রমণে উঠে আসে মেরিনার্স প্রীতম,শুভাশিস, মনবীরেরা ওডিশার নেটে বারে বারে বল জড়াতে ব্যর্থ হয়।

ম্যাচ শেষ হতে ১০ মিনিট বাকি। গোলের লকগেট খুলতে না পারার কারণে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো চিন্তায় পড়ে যায়। ম্যাচ চলাকালীন মেরিনার্স ক্যাম্পের হেডস্যার টেনশনে পড়ে গিয়ে আঙুলের নখ দাঁত দিয়ে খুঁটতে শুরু করে। যা সামাজিক মাধ্যমে মুহুর্তে ভাইরাল হয়ে ওঠে।
ম্যাচের ৮৮ মিনিটে সবুজ মেরুন ফুটবলার প্রবীর দাস কার্ল ম্যাকহুগের লবড পাসে লেগে গেলেন, কিন্তু শট মারলেও তা বারের ওপর দিয়ে ওই শট বেরিয়ে যায়। শেষ পর্যন্ত দুদল হাড্ডাহাড্ডি লড়েও গোলের দরজা খুলতে না পারায় গোলশূন্যতে খেলা শেষ হয়।

জয়ের উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ ছিল ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে। কিন্তু এদিন জয়ের মুখ দেখল না দল, গোলশূন্য ড্র’তেই সন্তুষ্ট থাকতে হল মেরিনার্সদের। চলতি ISL টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলা হয়ে গেল প্রীতম কোটালদের।এদিন ওডিশা এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করাতে লীগ টেবিলেATK মোহনবাগান সপ্তম স্থানেই আটকে গেল। ইন্ডিয়ান সুপার লীগের শীর্ষ চারের তালিকাতে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বসল।

এখন মেরিনার্স হাতে ১৬ পয়েন্ট।ISL’র দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে ATK মোহনবাগান গোলশূন্যতে ড্র করল,এটা একটা কৌশলগত বাড়তি সুবিধা চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের কাছে।

আগামীকাল অর্থাৎ সোমবার, এসসি ইস্টবেঙ্গল নিজেদের ১৩ নম্বর ম্যাচ খেলতে নামছে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে।১১ ম্যাচে ‘নিজামর্স’দের পজিশন ISL লীগ টেবিলে চার নম্বরে ১৭ পয়েন্ট নিয়ে। হায়দরাবাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে একধাপ নীচে থাকা মুম্বই সিটি এফসি সম সংখ্যক ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে।

আবার ওডিশা এফসি রবিবার ATK মোহনবাগানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ১২ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে ৬ নম্বরে। নিজামর্সদের গোল পার্থক্য ১০, মুম্বই’র ২, ওডিশা এফসি (-৪) এবং মেরিনার্সদের গোল পার্থক্য ২।

এসসি ইস্টবেঙ্গল ১২ ম্যাচ খেলে গোল পার্থক্যতে (-৮) ৯ পয়েন্ট নিয়ে ISL লীগ টেবিলে দশম স্থানে। নিজামর্সদের বিরুদ্ধে স্প্যানিয়ার্ড জাদুকর মারিও রিভেরার স্কোয়াড জয় ছিনিয়ে নিতে পারলে হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলোয়াড়রা আরও নতুন উদ্যমে মাঠে ঝাঁপাতে পারে।

কেননা, গত ISL মরসুমের দুই ডার্বি ম্যাচ এবং চলতি সেশনের প্রথম ডার্বি ম্যাচের রঙ যে সবুজ মেরুন। তাই হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রঙ লাল হলুদ করার তাগিদ অনেকটাই বেশি থাকবে এসসি ইস্টবেঙ্গলের কাছে।

তবে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে খেলা চলাকালীন যে দল ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে পারে জয় তারাই পায়। পেন্ডুলামের মতোই ডার্বি ম্যাচ ৫০-৫০ এর লড়াই দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিমের কাছে। এককথায় এই লড়াইটা মাঠের ভিতর ম্যাচ চলাকালীন যতটা বেশি, মাঠের বাইরে মনস্তাত্ত্বিক লড়াইটা অনেকটাই বেশি। যে টিম এই চাপ ধরে রেখে ডার্বি ম্যাচের দিন পারফর্ম করবে তারাই ‘কেল্লা ফতেহ’ করতে পারবে।