Mohun Bagan: সবুজ-মেরুনের নজর অজি লিগ খেলা ফরোয়ার্ডের দিকে, চিনুন এই ফুটবলারকে

চলতি মরশুমে আইএসএল ট্রফি জিতেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। সেই আনন্দের নেশা এখনো কাটেনি সমর্থকদের। তবে সেই ট্রফি জয়ের আনন্দে গা ভাসাতে নারাজ এটিকে মোহনবাগান

Jason Stephens, Australian League Footballer Linked to Mohun Bagan Club

চলতি মরশুমে আইএসএল ট্রফি জিতেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। সেই আনন্দের নেশা এখনো কাটেনি সমর্থকদের। তবে সেই ট্রফি জয়ের আনন্দে গা ভাসাতে নারাজ এটিকে মোহনবাগান। আগামী মরশুমের জন্য এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে এবারের এই চ্যাম্পিয়ন।

এক্ষেত্রে দলের বেশকিছু পরিবর্তনের পাশাপাশি সঠিক ফরোয়ার্ড লাইনের জন্য সঠিক ফুটবলার খুঁজে বের করাই অন্যতম চ্যালেঞ্জ তাদের কাছে। এক্ষেত্রে সবার আগে উঠে আসছে অস্ট্রেলিয়ান লিগ খেলা জেসন স্টিফেন কামিন্সের নাম। বর্তমানে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন তিনি। এমনকি বেশ কিছু বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ও দায়িত্ব পালন করছেন ২৭ বছর বয়সী এই তারকা।

তবে স্কটল্যান্ড থেকেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সেখানে প্রথমের দিকে যুব দলে খেলার পর জাতীয় দলে ও সুযোগ পান কামিন্স। তবে এখানেই শেষ নয়। ক্লাব ফুটবলের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় থেকেছেন তিনি। প্রথমে হাইবার নানের পর ইউরোপের অন্যতম জনপ্রিয় দল নটিংহ্যামের হয়ে ও বহুদিন নিজের দক্ষতা প্রদর্শন করেছেন তিনি। তবে গত বছর থেকেই অস্ট্রেলিয়ার এ লিগে খেলছেন কামিন্স। শোনা যাচ্ছে এবার তাকেই নাকি দলে আনতে চাইছে এটিকে মোহনবাগান শিবির।

উল্লেখ্য, চলতি মরশুমের আইএসএলে শুরু থেকেই দক্ষ স্ট্রাইকারের অভাবে ভুগেছে সবুজ-মেরুন শিবির। দলে হুগো বুমোস ও পেত্রাতোসের মতো খেলোয়াড়রা থাকলেও আদতে কেউ ই স্ট্রাইকার নন। বহু ম্যাচেই দক্ষ স্ট্রাইকারের অভাবে পয়েন্ট হাতছাড়া হয়েছে ফেরেন্দোর দলের। তাই আগামী বছর এমন ভুল করতে নারাজ ম্যানেজমেন্ট। এখন থেকেই স্ট্রাইকার খোঁজার কাজ শুরু মোহনবাগানের।