Coal Scam: গ্রেফতারের আশঙ্কায় ইডির হাজিরা এড়াতে আদালতে মন্ত্রী মলয়

আসানসোল সরগরম। পশ্চিম বর্ধমান জেলা তৃ়ণমূল কংগ্রেস মহলে মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) গ্রেফতারের আশঙ্কা বাড়ছে। কয়লা পাচার (Coal Scam) তদন্তে মলয় ঘটককে দিল্লি গিয়ে হাজিরা দিতে বলেছে ইডি।

Mallay Ghatak, Labor Minister of West Bengal, Appears in Court for Coal Scam Case

আসানসোল সরগরম। পশ্চিম বর্ধমান জেলা তৃ়ণমূল কংগ্রেস মহলে মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) গ্রেফতারের আশঙ্কা বাড়ছে। কয়লা পাচার (Coal Scam) তদন্তে মলয় ঘটককে দিল্লি গিয়ে হাজিরা দিতে বলেছে ইডি। জেলা তৃণমূল নেতাদের অনেকেই বলছেন, ‘দিল্লি গেলেই গ্রেফতার হবেন দাদা’।

জানা যাচ্ছে কোনওভাবেই দিল্লিতে ইডি দফতরে যেতে চাননা শ্রমমন্ত্রী মলয় ঘটক। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মন্ত্রী নিজেই গ্রেফতারির আশঙ্কা করছেন। এর আগেও আসানসোল ও কলকাতায় তার বাড়িতে তল্লাশি হয়।আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক মলয় ঘটক রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী।

কয়লা পাচারকাণ্ডে ইডি দফতরে হাজিরা এড়াতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। মলয় ঘটকের দাবি, দিল্লিতে ইডি দফতরে তাঁর বয়ান আগেই নথিভুক্ত করা হয়েছে। ফের হাজিরার নোটিস পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মলয় ঘটক। ইডি সূত্রে খবর মলয় ঘটককে আরও জিজ্ঞাসাবাদের দরকার। কয়লা পাচারকাণ্ডে তাকে কেন কেন বারবার তলব করা হচ্ছে সে বিষয়টি আদালতে তুলে ধরা হবে।