Mohun Bagan: কার পরিবর্তে সবুজ-মেরুনে আসতে চলেছেন কুইলেস? দেখুন

নতুন ফুটবল মরশুমে আইএসএলের পাশাপাশি এএফসি কাপে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করতে চায় মোহনবাগান ( Mohun Bagan)। সেই কারণে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে গোটা…

alberto quiles

নতুন ফুটবল মরশুমে আইএসএলের পাশাপাশি এএফসি কাপে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স করতে চায় মোহনবাগান ( Mohun Bagan)। সেই কারণে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে গোটা দলকে। সেক্ষেত্রে নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে হয়ত দেখা যাবে না হুগো বুমোস ও জনি কাউকে মতো তারকাদের।

গত মরশুমে বুমোসের পারফরম্যান্সে খুব একটা খুশি নয় ম্যানেজমেন্ট। অন্যদিকে চোটের জন্য ডিসেম্বরের আগে ফেরা অনিশ্চিত কাউকোর। সেই কারনেই এবার তাদের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। এক্ষেত্রে প্রথম দিকে একাধিক বিদেশি ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালালে ও শেষ পর্যন্ত তাদের মধ্যে একজন স্প্যানিশ উইঙ্গারকে পছন্দ হয় কলকাতার এই প্রধানের।

   

তিনি অ্যালবার্তো কুইলেস। বর্তমানে ডেপোর্টিভ ডি লা করুনার মতো প্রথম ডিভিশনের দলের সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন মরশুমের কথা মাথায় রেখে হুগো বুমোসের বিকল্প হিসেবে এই তারকা ফুটবলার কে নিতে চাইছে বাগান ম্যানেজমেন্ট। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর।

সব ঠিকঠাক থাকলে আগত ফুটবল মরশুমে কলকাতার এই প্রধানে খেলতে আসতে পারেন স্প্যানিশ তারকা। তাছাড়া নতুন মরশুমের জন্য আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে জেসন কামিন্স। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দলবদলের বাজারে। তার সাথে কুইলেস যুক্ত হলে দল যে আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখেনা।

যতদূর খবর, চলতি মাসের শেষের দিকেই এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হবে ডেপোর্টিভ ডি লা করুনার। তারপরেই হয়ত তাকে সই করানোর পথে হাঁটবে মোহনবাগান সুপারজায়ান্টস। গত মরশুমে বর্তমান দলের হয়ে মোট ৩৪ টি ম্যাচ খেলে ১৬ টি গোল করেছিলেন এই তারকা। এবার হিরো ইন্ডিয়ান সুপার লিগে কতটা সাফল্য পান এখন সেটাই দেখার।