ডায়মন্ড হারবাকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চায় মোহনবাগান, কী ভাবছেন বাস্তব রায়?

আগামীকাল প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস। তবে গত কয়েক ম্যাচ আগে পর্যন্ত সুপার সিক্স খেলা নিয়ে সংশয় থাকলেও বর্তমানে সেখানে নিজেদের স্থান পাকা করে ফেলেছে বাস্তব রায়ের ছেলেরা।

bastab ray

আগামীকাল, রবিবার প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস। তবে গত কয়েক ম্যাচ আগে পর্যন্ত সুপার সিক্স খেলা নিয়ে সংশয় থাকলেও বর্তমানে সেখানে নিজেদের স্থান পাকা করে ফেলেছে বাস্তব রায়ের ছেলেরা। বর্তমানে ২৪ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে মোহনবাগান দল। তবে এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে কিছুটা হলেও সুবিধাজনক স্থান পেতে চাইছে কলকাতার এই প্রধান। অন্যদিকে, শেষ ম্যাচে জয় পেতে মরিয়া কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি।

তবে কালকের ম্যাচে কোচ বাস্তব রায়কে ডাগ আউটে পাচ্ছে না বাগান ফুটবলাররা। আসলে গত ম্যাচে দুইটি হলুদ কার্ড দেখেছেন বাগান কোচ। তাই নিয়ম অনুযায়ী কালকের ম্যাচে মাঠে থাকা হবে না কোচের। তার পরিবর্তে দলের দায়িত্ব পালন করবেন প্রাক্তন তারকা তথা বাগান সহকারী বিশ্বজিৎ ঘোষাল ও গোলকিপার কোচ অভ্র মন্ডল। তাছাড়াও অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলের একাধিক ফুটবলার থাকায় যথেষ্ট আত্মবিশ্বাসী দলের কোচ।

   

তবে ম্যাচের আগে প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করে চলছেন বাস্তব রায়। তার কথায়, সুপার সিক্সের লড়াইয়ে আগেই নিজেদের স্থান নিশ্চিত করেছে ডায়মন্ড হারবার। তাই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের জন্য কিবু ভিকুনা ও যে পুরো চেষ্টা চালাবেন তা পরিষ্কার। তাই কাল যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা স্বীকার করে নিলেন বাগান কোচ।