প্রয়াত সাদা-কালো সমর্থকের পরিবারের পাশে লাল-হলুদ শিবির

কিছুদিন আগেই ময়দানে খেলা দেখতে এসে প্রান হারাতে হয়েছিল ময়দানের পরিচিত মুখ শেখ সিরাজউদ্দিনকে। আপামর সাদা-কালো সমর্থকদের কাছে যিনি পরিচিত ছিলেন সিরাজ ভাই নামে।

Calcutta League Update

কিছুদিন আগেই ময়দানে খেলা দেখতে এসে প্রান হারাতে হয়েছিল ময়দানের পরিচিত মুখ শেখ সিরাজউদ্দিনকে। আপামর সাদা-কালো সমর্থকদের কাছে যিনি পরিচিত ছিলেন সিরাজ ভাই নামে। তার আকস্মিক প্রয়ানে শোকস্তব্ধ হয়ে ওঠে কলকাতা ময়দান।

পরবর্তীতে তার পরিবারের পাশে দাঁড়াতে খিদিরপুরে গিয়ে তার ছেলে মেহরাজউদ্দিনের সঙ্গে দেখা করেন বেশ কয়েকজন সাদা-কালো কর্তা সহ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। এমনকি পরিবারের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে তার ছেলেকে একটি সাময়িক চাকরি দেওয়ার ও প্রতিশ্রুতি দেন তিনি।

   

পাশাপাশি বঙ্গীয় ফুটবল ফেডারেশন ও সাদা-কালো শিবিরের তরফ থেকে ও তাদের পারিবারের পাশে দাঁড়াতে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। আগামীকাল প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের লড়াইয়ে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ খিদিরপুর ফুটবল ক্লাব। যেখানে ম্যাচের সমস্ত টিকিটের দাম ধার্য করা হয়েছে ৫০ টাকা করে। তবে বিক্রিত টিকিটের এই অর্থ সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে সিরাজউদ্দিনের পরিবারের হাতে। এবার প্রয়াত সাদা-কালো সমর্থকের পাশে এসে দাঁড়াল পড়শি ক্লাব লাল-হলুদ।

আগামীকাল থেকে সুপার সিক্সের লড়াই শুরু করছে চেরনিশভের ছেলেরা। প্রতিপক্ষ খিদিরপুর ক্লাব। বর্তমানে সেই ম্যাচ নিয়েই যথেষ্ট ব্যস্ততা রয়েছে দুই শিবিরের মধ্যে। যেনতেন ভাবে এই ম্যাচে জয় পেতে মরিয়া সাদা-কালো শিবির। জানা গিয়েছে, উক্ত ম্যাচে উপস্থিত থেকেই নাকি তার ছেলে মেহরাজউদ্দিনের হাতে বিরাট অর্থ সাহায্য তুলে দেবে লাল-হলুদ কর্তারা।