Calcutta football league: বড় দলের ঘুম ছোটাতে পারে সোরেন-ওরাওঁ জুটি

Calcutta football league: ফের চমক দিতে পারে রেলওয়ে ফুটবল ক্লাব (Railway fc)। আগামী মরসুমের জন্য ভারসাম্য যুক্ত দল গঠন করেছে তারা। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি স্কোয়াডে…

Calcutta football league:

Calcutta football league: ফের চমক দিতে পারে রেলওয়ে ফুটবল ক্লাব (Railway fc)। আগামী মরসুমের জন্য ভারসাম্য যুক্ত দল গঠন করেছে তারা। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি স্কোয়াডে রয়েছে তরুণ উদীয়মান প্রতিভা।

গতবারের কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় স্থান অর্জনকারী দল রেলওয়ে ফুটবল ক্লাব। যার অন্যতম কারিগর অ্যান্টনি সোরেন। ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাবে খেলা এই ফুটবলার রেলের চালিকা শক্তি। প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন। ফর্মে থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে তাঁর খেলায়।

সোরেন ছাড়াও দলে রয়েছেন একাধিক প্রতিভা, যারা মধ্যে রয়েছে যে কোনো সময়ে জ্বলে ওঠার মতো রসদ। আলাদা করে বলতে হয় বাবলু ওরাওঁয়ের কথা। অনুশীলনের সময়ে তাঁর পায়ে দেখা গিয়েছে স্কিলের ঝলক।

বাবলু ও অ্যান্টনির মধ্যে বোঝাপড়া গড়ে উঠলে লাভবান হবে রেল। সর্বপরি আরও একজন ভালো ফুটবলার পাবে বাংলা। বাবলু ছাড়াও রয়েছেন জয় বাজ। এবারের সন্তোষ ট্রফি দলের অন্যতম সদস্য। রঞ্জন ভট্টাচার্যের কোচিংয়ে তিনি আগের থেকে অনেক বেশি পরিণত। বড় ক্লাবের বিরুদ্ধে নিজের জাত চেনাতে মরিয়া।