এএফসি কাপের লড়াই, কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ?

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দশম সিজন। তবে শুধু এই টুর্নামেন্ট নয়, তার পাশাপাশি এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়নস লিগের দিকেও এবার নজর থাকবে সকলের।

afc cup 2023 mohun bagan

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দশম সিজন। তবে শুধু এই টুর্নামেন্ট নয়, তার পাশাপাশি এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়নস লিগের দিকেও এবার নজর থাকবে সকলের। উল্লেখ্য, আইএসএলের সম্প্রচারের কথা অনেক থেকে সকলের জানা থাকলেও এএফসি কাপের ম্যাচ দেখতে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

গত মাসে মোহনবাগান সুপারজায়ান্টস দলের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচের দিকেও নজর রাখা সম্ভব হয়নি সকলের পক্ষে। যারফলে, এবারের এএফসি কাপের ম্যাচ দেখা নিয়ে সংশয় তৈরি হয়েছিল সকলের মধ্যে। অবশেষে সেই নিয়ে উঠে আসল এবার নয়া আপডেট।

   

পূর্বে মোহনবাগান সুপারজায়ান্টস দলের ম্যাচ গুলি বিশেষ সাবস্ক্রিপশনের বিনিময়ে দলের অফিসিয়াল পেজ থেকে লাইভ দেখানো হলেও এবার থাকছে তার বিকল্প ব্যবস্থা। তবে শুধু মোহনবাগান নয় এবারের এই এএফসি কাপে অংশগ্রহণ করতে চলেছে সার্জিও লোবেরার ওডিশা এফসিও এছাড়াও এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলতে নামবে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি।

তাই গতবারের তুলনায় এএফসির টুর্নামেন্ট গুলি নিয়ে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। সেই সমস্ত কিছু মাথায় রেখেই এবার এএফসি কাপের সমস্ত ম্যাচ গুলির সরাসরি সম্প্রচার করার দায়িত্ব নিল “স্পোর্টস ১৮” চ্যানেল।

পূর্বে হিরো আইএসএল থেকে শুরু করে একাধিক টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার করার দায়িত্ব ছিল “স্টার স্পোর্টস” চ্যানেলের হাতে। তবে এবারের এই নতুন মরশুম থেকে আইএসএলের পাশাপাশি এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্ট গুলি সরাসরি সম্প্রচার করার দায়িত্ব পেল এই স্পোর্টস চ্যানেল। এবার থেকে এখানেই দেখা যাবে টুর্নামেন্ট গুলির প্রত্যেকটি ম্যাচ। তবে শুধু টেলিভিশন নয়। ওটিটি প্ল্যাটফর্মে প্রিয় দলের খেলা দেখতে হলে নজর রাখতে হবে জিও টিভিতে।