East Bengal: লাল-হলুদ সমর্থকদের উদ্দেশ্যে ‘বিস্ফোরক’ সাউল ক্রেসপো

স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে বর্তমানে নতুন করে সেজে উঠেছে ইস্টবেঙ্গল (East Bengal) দল।

saul crespo

স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে বর্তমানে নতুন করে সেজে উঠেছে ইস্টবেঙ্গল (East Bengal) দল। গতবারের বেশকিছু তারকা ফুটবলারদের রেখে দিয়ে একের পর এক নয়া ফুটবলারদের চূড়ান্ত করতে থাকে কলকাতার এই প্রধান। এক্ষেত্রে দেশিয় ফুটবলারদের মধ্যে সবার আগে যুক্ত করা হয় নন্দকুমার শেখরকে।

পরবর্তীতে মন্দাররাও দেশাই, নিশু কুমার থেকে শুরু করে এডুইন সিডনি ভান্সপল ও শেষে গোলরক্ষক হিসেবে প্রভসুখন সিং গিলকে টানে লাল-হলুদ ব্রিগেড। তারপর দলের নয়া স্প্যানিশ কোচের কথা মতো বিদেশি ফুটবলারদের মধ্যে জাভিয়ের সিভেরিও টোরো, বোরহা হেরেরা থেকে শুরু করে সাউল ক্রেসপো, জর্ডন এলসে ও পরবর্তীকালে অ্যান্তোনিও পার্দো লুকাসকে যুক্ত করা হয় দলের সঙ্গে।

চলতি মরশুমের শুরু থেকেই যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে লাল-হলুদের। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে এগিয়ে থেকে ড্র করতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় দল। তারপর সেখান থেকে একের পর এক ম্যাচে সাফল্য পেতে পেতে টুর্নামেন্টের সেমিফাইনাল। সেখানে দুই গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও শেষ হাসি হাসতে সক্ষম হয় ইমামি ইস্টবেঙ্গল ক্লাব।

তবে ফাইনাল হেরে টুর্নামেন্ট শেষ করলে ও সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। পাশাপাশি সকলের মন জয় করেছেন স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। গত মরশুমে ওডিশা এফসির হয়ে খেলেছিলেন এই তারকা। এবার ও যথেষ্ট ঝলমলে তিনি।

নয়া আইএসএল মরশুমের কথা মাথায় রেখে এবার সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন ক্রেসপো। কিছু সময় আগেই ইমামি ইস্টবেঙ্গল দলের পেজ থেকে আপলোড করা হয় একটি বিশেষ শর্ট ভিডিও। যেখানে ক্রেসপো বলছেন, “হাই বন্ধুরা, নয়া মরশুমের জন্য তোমার তৈরি তো?” তারপরেই দেখা যায় বুকমাই শোয়ের লিঙ্ক। যেখানে থেকে সংগ্ৰহ করা যাবে আইএসএলের সমস্ত টিকিট। গতবারের মতো এবারের এই নতুন মরশুমে ও জামশেদপুর এফসির মুখোমুখি হয়ে নিজেদের অভিযান শুরু করবে লাল-হলুদ শিবির।