Juan Ferrando: মাঠ নিয়ে ক্ষোভ চেপে রাখলেন না বাগান কোচ

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকে পরাজিত হয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। কিংস এরিনায় বসুন্ধরার বিরুদ্ধে ২-১ গোলে হেরেছে বাগান। থেমেছে চলতি মরসুমে সবুজ…

ATK Mohun Bagan coach Juan Ferrando Kolkata 24x7 bengali news

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকে পরাজিত হয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। কিংস এরিনায় বসুন্ধরার বিরুদ্ধে ২-১ গোলে হেরেছে বাগান। থেমেছে চলতি মরসুমে সবুজ মেরুন ব্রিগেডের অপরাজিত থাকার ধারা। ম্যাচের পর মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মোহন বাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডো (Mohan Bagan Super Giants Coach Juan Ferrando)।

Advertisements

মঙ্গলবার বসুন্ধরা কিংস বনাম মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচ শুরু হওয়ার আগে থেকে চর্চায় উঠে এসেছিল কিংস এরিনার গ্রাউন্ড কন্ডিশন। কার্যত ন্যাড়া মাঠ, বহু জায়গায় ঘাস নেই, ঘাস আছে বোঝাতে কোথাও-বা সবুজ রঙ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। তার মধ্যে খেলা হয়েছে। ম্যাচের শুরুতে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে গিয়েছিল বাগান। এরপর দুই অর্ধে একটি করে গোল করে কিংস, পরাজিত হয় সুপার জায়ান্ট।

বিজ্ঞাপন

বাগান কোচ হুয়ান ফেরান্ডো ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেছেন, “মাঠের অবস্থা খুব খারাপ ছিল। আমরা যতটা পেরেছি খেলার চেষ্টা করেছি। ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মাঠ খারাপ বলেই আমরা হেরেছি এই অজুহাত দিতে চাই না। কোন মাঠে খেলা হবে সেটা ঠিক করা আমার কাজ নয়। প্রত্যেক ম্যাচে ভালো করাই আমাদের লক্ষ্য। আজকে ফলাফল আমাদের পক্ষে হয়নি।”