Mohun Bagan: রেফারিং নিয়েও বিস্ফোরক হুয়ান

বাংলাদেশে গিয়ে থেমেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের অপরাজিত থাকার ধারা। বসুন্ধরা কিংসের ঘরে মাঠে ২-১ গোলে হেরেছে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের পর একাধিক…

Mohun Bagan Bashundhara Kings

বাংলাদেশে গিয়ে থেমেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের অপরাজিত থাকার ধারা। বসুন্ধরা কিংসের ঘরে মাঠে ২-১ গোলে হেরেছে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের পর একাধিক বিষয়ে অভিযোগ করেছেন হুয়ান ফেরান্ডো।

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে মূলত দুটি বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মোহন বাগান সুপার জায়ান্ট কোচ। মাঠ এবং রেফারিং। মাঠের কথা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। খেলা শুরু হওয়ার পর কিংস এরিনার এই মাঠকে দেখে ফুটবল প্রেমীরা বলতে শুরু করেছিলেন ‘খাটাল’, ‘ধান জমি’ ইত্যাদি। স্প্যানিশ কোচ অবশ্য এতটা আক্রমণাত্মক ছিলেন না। যতটা সম্ভব পেশাদার কায়দা বজায় রেখে অভিযোগ জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে।

Juan Ferrando

“মাঠের অবস্থা খুব খারাপ ছিল। আমরা যতটা পেরেছি খেলার চেষ্টা করেছি। ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মাঠ খারাপ বলেই আমরা হেরেছি এই অজুহাত দিতে চাই না। কোন মাঠে খেলা হবে সেটা ঠিক করা আমার কাজ নয়। প্রত্যেক ম্যাচে ভালো করাই আমাদের লক্ষ্য। আজকে ফলাফল আমাদের পক্ষে হয়নি”, বলেছেন মোহন বাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডো।

“আরও একটা বিষয়, ম্যাচ হয়তো আরো একটু খেলানো যেত। মনে হয় অতিরিক্ত সময় শেষ হওয়ার আগেই রেফারি খেলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।”

বসুন্ধরা কিংস ও মোহন বাগান সুপার জায়ান্টের পয়েন্ট সংখ্যা সমান। দুই দলের নামের পাশে রয়েছে সাত পয়েন্ট। হেড টু হেড রেজাল্টের ভিত্তিতে আপাতত AFC গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস।