ইস্টবেঙ্গলে যোগ দিলেন দিমিত্রি দিয়ামানতাকস (Dimitrios Diamantakos East Bengal)। দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার ক্লাবের পক্ষ থেকে এই সই সংবাদ দেওয়া হয়েছে। লাল হলুদ শিবিরে যোগ দেওয়ার পর গ্রিসের ফুটবলার বলেছেন, “আমি লাল হলুদ”। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে দেওয়া হয়েছে রিপ্লাই।
দিমিত্রি দিয়ামানতাকসের আগমনের খবর জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছে ইস্টবেঙ্গল। ভিডিও নীচে মন্তব্য করেছেন দিমিত্রি দিয়ামানতাকস। দিমিত্রির কমেন্ট, “আমি লাল হলুদ, জয় ইস্টবেঙ্গল”। এরপরেই এই কমেন্টের রিপ্লাই দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। ক্লাবের রিপ্লাই, “পরিবারে স্বাগত। দিমি! এবার জমবে খেলা”।
Dimitrios Diamantakos: অফিসিয়াল! দিমিত্রি ইস্টবেঙ্গলেই
২০২২ সালে কেরালা ব্লাস্টার্সে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত ভারতের মাটিতে ৪৪টি ম্যাচ খেলেছেন দিমিত্রি দিয়ামানতাকস। দুই মরসুমে করেছেন ২৮ গোল ও ৭ অ্যাসিস্ট। গত মরসুমে ভারতীয় ফুটবলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। এছাড়া আইএসএল গোল্ডেন বুট জয় করেছিলেন। ১৩টি গোল এবং ৩টি অ্যাসিস্ট তাঁর নামের পাশে। কলিঙ্গ সুপার কাপের তিন ম্যাচে ৩ গোল ও ১ অ্যাসিস্ট করেছিলেন। ২০২২-২৩ আইএসএলে টানা পাঁচ ম্যাচে গোল করে নজির গড়েছিলেন।
View this post on Instagram
Kiyan Nassiri: কিয়ান নাসিরিকে নিয়ে বড় ঘোষণা করে দিল চেন্নাইয়িন
ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর গোল্ডেন বুট জয়ী ফুটবলার বলেছেন, ‘সবাই জানে এশিয়ার অন্যতম সেরা ফ্যান বেস ইস্টবেঙ্গলে রয়েছে। তাদের সামনে খেলার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। দলকে সাফল্য ও সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য মাঠে নামবো। কলকাতায় দেখা হবে!”