Mohammedan SC: আজ সন্ধ্যায় শহর জুড়ে দাপিয়ে বেড়াবে ‘ব্ল্যাক প্যান্থার্স’

আই লিগ জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বিগত কয়েক মরসুমের অধ্যাবসায়ের ফল পেয়েছে ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল ইতিমধ্যে প্রবেশ করেছে দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান…

Mohammedan SC Black Panther

আই লিগ জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বিগত কয়েক মরসুমের অধ্যাবসায়ের ফল পেয়েছে ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল ইতিমধ্যে প্রবেশ করেছে দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগে। এবার মহামেডানও খেলবে আইএসএল-এ। বাংলার তিন প্রধান ক্লাব সেরার শিরোপা জয়ের জন্য প্রতিদ্বন্দিতা করবে একই টুর্নামেন্ট।

   

বাংলার ফুটবলের জন্য এ এক দারুণ মুহূর্ত। আনন্দে গা ভাসিয়েছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা। আই লিগ চলাকালীন ক্লাব সমর্থকদের উৎসাহ চোখে পড়েছিল বারংবার। ঘরের মাঠে খেলা হলে গ্যালারিতে উপচে পড়েছে ভিড়। আজ সন্ধ্যায় কলকাতার রাস্তায় নামতে পারে জনজোয়ার। প্রিয় ক্লাবের আই লিগ সেরা হওয়ার মুহুর্তকে স্মরণীয় করে রাখতে চাইবেন সমর্থকরা।

মোহনবাগান আই লিগ সেরা হওয়ার পর শহরের রাস্তা ঢেকে গিয়েছিল সবুজ মেরুন পতাকায়। আজ ঢাকবে সাদা কালো পতকায়। বৃষ্টিস্নাত দিনে শহরে হাজির হবে সাদা কালো ব্রিগেড। ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে সময়। আজই শিলং থেকে কলকাতায় প্রবেশ করার কথা রয়েছে মহেমডান স্পোর্টিং ক্লাবের।

সন্ধ্যা ৭ টায় বাংলার ফুটবল প্রেমীদের বিমানবন্দরে উপস্থিত থাকার বলা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। নিজেদের শহরে, নিজেদের সমর্থকদের সামনে ট্রফি জয় উদযাপন করবে মহামেডান স্পোর্টিং ক্লাব। সার্থক তাদের ‘ব্ল্যাক প্যান্থার্স’ ডাকনাম।