Mohammedan SC: রিয়াল কাশ্মীরের এই গোলরক্ষকের দিকে নজর সাদা-কালো ব্রিগেডের

শিলং লাজং এফসিকে হারিয়ে এবছর আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যারফলে, আগত নতুন মরশুমে দেশের প্রথম সারির ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে ময়দানের…

Real Kashmir FC's Goalkeeper Muheet Shabir

শিলং লাজং এফসিকে হারিয়ে এবছর আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যারফলে, আগত নতুন মরশুমে দেশের প্রথম সারির ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে ময়দানের এই তৃতীয় প্রধান দল। সেইমতো এবার প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব।

বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদের নির্বাচন করার ক্ষেত্রে ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই যে বড় বাজেটের দল গড়ে সকলকে চমকে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার দল গঠনের ক্ষেত্রে পুরোনো বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ব্ল্যাক প্যান্থার্সদের।

আরও পড়ুন: Mohun Bagan SG: শুক্রবার থেকেই পুরোদমে অনুশীলন সবুজ-মেরুনের

যেখানে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে পরবর্তীতে এডি হার্নান্দেজের মত ফুটবলারদের নাম উঠে আসতে শুরু করে ব্যাপকভাবে। এমনকি এবারের এই আইলিগ মরশুমের সর্বাধিক গোল করা ফুটবলার লালবিয়াকনিয়াকে ও নতুন মরশুমের জন্য দলে টানতে চাইছে আন্দ্রে চেরনিশভের ফুটবল ক্লাব।

আরও পড়ুন: Mohun Bagan: বড় আপডেট! আরও শক্তিশালী দল গঠন করতে পারে মোহনবাগান

তবে নিজের পুরোনো ক্লাব আইজল এফসি থেকে আদৌ তিনি আসতে চাইবেন কিনা সেটাই একটা বড় প্রশ্ন। এসবের মাঝেই উঠে আসতে শুরু করে আইলিগের আরেক সক্রিয় ফুটবল ক্লাব রিয়াল কাশ্মীরের কথা। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, আইএসএল মরশুমের কথা মাথায় রেখে সেই দলের তরুণ গোলরক্ষক মুহিত শাবির খানকে নিতে চাইছে সাদা-কালো ব্রিগেড।

আরও পড়ুন: Mohun Bagan Fans: সবুজ-মেরুন সমর্থকদের জন্য বিশেষ আয়োজন ম্যানেজমেন্টের

দলে পদম ছেত্রীর মতো দাপুটে গোলরক্ষক থাকায় আদৌ তিনি কতটা সুযোগ পাবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে ইন্ডিয়ান সুপার লিগের মতো বৃহৎ টুর্নামেন্টের কথা মাথায় রেখে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াই একমাত্র লক্ষ্য মহামেডানের। পূর্বে কেরালা ব্লাস্টার্স দলের হয়ে ও খেলেছিলেন এই ফুটবলার। তবে পরবর্তীতে চলে যেতে হয় রিয়াল কাশ্মীর দলে। সেখান থেকে ফের আইএসএলে ফেরার পথে এই তরুণ গোলরক্ষক।