Mohun Bagan Fans: সবুজ-মেরুন সমর্থকদের জন্য বিশেষ আয়োজন ম্যানেজমেন্টের

আগামী রবিবার ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল। গত লেগে ২-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে সার্জিও লোবেরার ওডিশা। যারফলে, দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামার ক্ষেত্রে অনেকটাই…

mohun bagan fans girl

আগামী রবিবার ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল। গত লেগে ২-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে সার্জিও লোবেরার ওডিশা। যারফলে, দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামার ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ থাকবে তাদের। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ থাকায় বেশ কিছুটা চাপ থাকবে আহমেদ জাহুদের।

আরও পড়ুন: Mohun Bagan SG: কাজ চলছে তলে তলে, তবে ফোকাসে এখন শুধুই ISL ট্রফি

   

আসলে বাকি সবাইকে পিছনে ফেলে এবারের এই ফুটবল টুর্নামেন্টে‌ সর্বাধিক জনপ্রিয় দল থেকেছে ময়দানের এই প্রধান। তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থন অনেক বড় ফ্যাক্টর। উল্লেখ্য, নিজেদের সমস্ত রেকর্ড ভেঙে সর্বাধিক পরিমাণ মোহনবাগানের (Mohun Bagan) টিকিট ছাড়ার কথা শোনা গিয়েছে ব্যাপকভাবে।

আরও পড়ুন: Mumbai Indians: মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হলেন তিন ফরম্যাটে ১০০ করা তারকা

কিন্তু গরমের সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে। এই পরিস্থিতিতে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। জানা গিয়েছে, আগামী ২৮ তারিখ আইএসএল সেমিফাইনালের জন্য স্টেডিয়ামের প্রতিটি টায়ারে পানীয় জলের ব্যবস্থা রাখা হবে। কতৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি সকলেই।

আরও পড়ুন: KKR vs LSG: সবুজ মেরুন জার্সিতে অভিষেক হল ক্যারিবিয়ান তারকার

গরমের কথা মাথায় রেখে এবার দলের সমর্থকদের জন্য যথেষ্ট মানবিক থাকল বাগান ব্রিগেড। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকলের। উল্লেখ্য, আগে ও স্টেডিয়াম চত্বরে পানীয় জলের ব্যবস্থা রাখা হলেও তা ছিল যৎসামান্য। তবে এবার গোটা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে কলকাতা ময়দানের এই প্রধান।

তবে আগত এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না, সেটা ভালো মতোই জানেন বাগান হেডস্যার অ্যান্তোনিও লোপেজ হাবাস। পাশাপাশি এই ম্যাচে খেলতে পারবেন না সাদিকুর মতো ফুটবলার। যারফলে, বদল আসতে চলেছে রনকৌশলে।