গুগলকে টেক্কা দিতে মোদী আনলেন BHASHANI

অতীত হয়ে যাবে গুগল! খেল দেখাবে BHASHANI। অনুবাদ ক্ষেত্রে ভারত তথা বিশ্বকে দিশা দেখাতে নতুন এআই টুল এনেছে মোদী সরকার। এর নাম BHASHANI। ইউপিআই-এর পর…

pm-modi-brought-bhashani-to-ace-google-translate

অতীত হয়ে যাবে গুগল! খেল দেখাবে BHASHANI। অনুবাদ ক্ষেত্রে ভারত তথা বিশ্বকে দিশা দেখাতে নতুন এআই টুল এনেছে মোদী সরকার। এর নাম BHASHANI। ইউপিআই-এর পর আরও একবার চমক দেখাতে চলেছে নতুন ভারত। বিশেষজ্ঞরা বলছেন, ইউপিআই চালুর সময়ও নানা প্রশ্ন উঠেছিল। পরে দেখা যায় ভারতের তৈরি ইউপিআই সিস্টেম গোটা বিশ্বকে নতুন দিশা দেখিয়েছে। ঠিক তেমনই বাজার মাত করার ক্ষমতা রয়েছে BHASHANI-র।

এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার জন্য গুগল এনেছিল গুগল ট্রান্সলেট অ্যাপ ও পোর্টাল। মাইক্রোসফটেরও নিজস্ব ট্রান্সলেশন টুল আছে। যদিও বিশ্বে প্রবল জনপ্রিয় গুগল ট্রান্সলেট। তবে ইংরেজি থেকে যে কোনও ভারতীয় ভাষায় অনুবাদের ক্ষেত্রে খুব একটা কার্যকরী নয় এই গুগল ট্রান্সলেট। একটি ভারতীয় ভাষা থেকে অন্য ভারতীয় ভাষায় অনুবাদের বিষয়টিতেও খুব একটা পারদর্শী নয় গুগল ট্রান্সলেট। সেই খামতি মেটাতেই এসেছে BHASHANI।

২০২৩ সালের ডিসেম্বরে বারাণসীতে কাশী তামিল সঙ্গমম অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী প্রথমবার এআই টুল BHASHANI ব্যবহার করেন। এআই BHASHANI তামিল ভাষায় প্রধানমন্ত্রী মোদীর হিন্দি ভাষণের সরাসরি অনুবাদ করে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ একটি নতুন প্রযুক্তির সূচনা হল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এটা সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থা। আশা করি এর মাধ্যমে খুব সহজেই আমি জনগণের কাছে পৌঁছতে পারব।

BHASHANI কী?

BHASHANI হল একটি এআই বেসড ট্রান্সলেসন টুল। এটি অন্যান্য ভাষাভাষীদের সঙ্গে কথা বলার সময় বক্তাকে তাঁর নিজস্ব ভাষা ব্যবহার করতে সহায়তা করে। ভারতের মতো বহুভাষিক দেশে এই টুল অত্যন্ত কার্যকরী।

সরকারের মতে, এই সরঞ্জামটির লক্ষ্য সমস্ত ভারতীয়কে তাঁদের নিজস্ব ভাষায় ইন্টারনেট এবং ডিজিটাল পরিষেবাগুলি অ্যাক্সেস করার সুবিধে দেওয়া এবং ভারতীয় ভাষাগুলির উপাদান বৃদ্ধি করা। এই ব্যবস্থাটি ভয়েস বেসড অ্যাক্সেসকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি বিভিন্ন ভাষায় উপাদান তৈরিতে উৎসাহিত করে। BHASHANI-র অফিসিয়াল ওয়েবসাইটে একটি ভাষাদান বিভাগ রয়েছে, যেখানে ব্যবহারীরা নিজের ভাষাজ্ঞান ব্যবহার করে এই টুলকে সমৃদ্ধ করতে পারে। 

বর্তমানে অ্যান্ড্রয়েড এবং অ্যাপল স্টোর থেকে BHASHANI অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। বর্তমানে এটি ২২টি ভারতীয় ভাষায় উপলব্ধ। BHASHANI-র ট্যাগলাইন হল – ভারতজুড়ে ভাষার বাধা ভাঙছে, আপনার ভাষা বলুন, সমগ্র ভারত বোঝে! bhashini.gov.in ওয়েবসাইটে, এই এআই টুলটির লক্ষ্য সম্পর্কে বলা হয়েছে, এটি ভাষাগত বাধা অতিক্রম করার উদ্দেশ্যে নিয়ে চালু করা হয়েছে।