Mohun Bagan SG: শুক্রবার থেকেই পুরোদমে অনুশীলন সবুজ-মেরুনের

বহু প্রতীক্ষার পর এবার আইএসএলের লিগশিল্ড জয় করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG )। যারফলে, এবার এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র পেয়েছে পালতোলা নৌকা ব্রিগেড।…

Mohun Bagan SG Ramps Up Practice Sessions Since Friday

বহু প্রতীক্ষার পর এবার আইএসএলের লিগশিল্ড জয় করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG )। যারফলে, এবার এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র পেয়েছে পালতোলা নৌকা ব্রিগেড। তবে গতবারের মতো এবারও লিগ জিতেই মরশুম শেষ করতে চাইছেন শুভাশিসরা।

সেক্ষেত্রে টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে তাদের অন্যতম বাঁধা সার্জিও লোবেরার ওডিশা এফসি। টুর্নামেন্টের প্রথম লেগের ম্যাচে কলিঙ্গের বুকে তাদের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেননি বাগান শিবির। রয় কৃষ্ণার অনবদ্য গোলের জন্য খালি হাতেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। এবার নিজেদের ঘরের মাঠে বদলা নিতে মরিয়া হাবাসের ছেলেরা।

আরও পড়ুন: Mohun Bagan: বড় আপডেট! আরও শক্তিশালী দল গঠন করতে পারে মোহনবাগান

সেইমতো গত বৃহস্পতিবার রিকোভারি সেশন শুরু করে দেয় বাগান ব্রিগেড। যেখানে গত ওডিশা ম্যাচে অংশ নেওয়া বেশকিছু ফুটবলারদের পাশাপাশি দেখা গিয়েছিল রিজার্ভ বেঞ্চের বেশ কয়েকজনকে। বাগান হেড স্যার অ্যান্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে বেশ অনেক্ষণ ধরেই আলোচনা সারতে দেখা যায় ফুটবলারদের।

আরও পড়ুন: Mohun Bagan Fans: সবুজ-মেরুন সমর্থকদের জন্য বিশেষ আয়োজন ম্যানেজমেন্টের

পরবর্তীতে গোয়ান তারকা গ্লেন মার্টিনসের সঙ্গে ও একান্ত আলোচনা করেন স্প্যানিশ কোচ। যদিও আগত এই লেগে তিনি মাঠে নামবেন কিনা সেটা এখনো চূড়ান্ত নয়। তবুও নিজের রিজার্ভ বেঞ্চকে ও সতেজ রাখতে চান হাবাস। সেইজন্য, এই অনুশীলনের মধ্য দিয়ে সকলকে দেখে নেওয়াই একমাত্র লক্ষ্য।

ওডিশা বধের ছক কষতে এই শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছেন কোচ। এমনকি আজ থেকেই সেমিফাইনালের দ্বিতীয় লেগের অনুশীলনে নামতে চলেছে গোটা দল। শনিবারের মধ্যে নিজের সেরা একাদশ সাজিয়ে নিয়েই রবিবার যুবভারতীতে খেলতে নামবে মেরিনার্সরা।