ISL: চেন্নাইন বধ, পয়েন্ট টেবিলের দুই নম্বরে মুম্বাই

বেঙ্গালুরু ম্যাচের পর এবারও নিজেদের জয়ের ধারা বজায় রাখল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। নির্ধারিত সূচী অনুযায়ী আজ চেন্নাইন এফসির মুখোমুখি হয়েছিল গতবারের লিগশিল্ড…

বেঙ্গালুরু ম্যাচের পর এবারও নিজেদের জয়ের ধারা বজায় রাখল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। নির্ধারিত সূচী অনুযায়ী আজ চেন্নাইন এফসির মুখোমুখি হয়েছিল গতবারের লিগশিল্ড জয়ীরা। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি। দলের হয়ে আজ জোড়া গোল করেন বিক্রম প্রতাপ সিং। এই জয়ের ফলে এবারের আইএসএল (ISL) পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসল মুম্বাই সিটি। উল্লেখ্য, গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। কিন্তু এক ম্যাচ বেশি খেলে পয়েন্টের নিরিখে এগিয়ে গেল লাচেনপা’র দল। বর্তমানে ১৫ ম্যাচে মুম্বাইয়ের সংগ্রহে রয়েছে ৩১ পয়েন্ট। 

অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকতে হলো ওয়েন কোয়েলের ছেলেদের। একটা সময় এই কোচের হাত ধরেই ট্রফি জিতেছিল দক্ষিণের এই ফুটবল দল। গত কয়েক মরশুমের হতাশার পর ফিরিয়ে আনা‌ হয় এই কোচকে। মিশন ট্রফি জয়।‌ তবে কাজটা যে মোটেও সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবুও নিজেদের সীমিত শক্তি দিয়ে লড়াই চালিয়ে শেষ ছয়ে স্থান পাকা করতে মরিয়া চেন্নাইন এফসি। কিন্তু এই ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই ব্যাকফুটে চলে গেল দেবজিতরা। 

আসলে, গত ম্যাচের শাস্তি স্বরূপ এই ম্যাচে সক্রিয় থাকতে পারেননি কোচ ওয়েন কোয়েল। যা নিঃসন্দেহে বড়সড় প্রভাব ফেলেছে ফুটবলারদের মধ্যে। এছাড়াও দলের তরুণ ডিফেন্ডার অনিকেত মুখার্জির অনুপস্থিতি কিছুটা হলেও বাড়তি সুবিধা দিয়েছে মুম্বাইকে।