Loksabha election 2024: ইভিএমের দুই নম্বর বোতাম কাজ করার অভিযোগ তৃনমূলের

শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে সারা দেশ জুড়ে। বাংলার তিন কেন্দ্রে আজ ভোটগ্রহণ চলছে। বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ কেন্দ্রে ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ বলেই দাবি…

EVM

শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে সারা দেশ জুড়ে। বাংলার তিন কেন্দ্রে আজ ভোটগ্রহণ চলছে। বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ কেন্দ্রে ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ বলেই দাবি কমিশনের। কিন্তু সকাল থেকে কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। এর মধ্যেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ১৬৭ নম্বর বুথে ইভিএমের ২ নম্বর বোতাম কাজ না করার অভিযোগ উঠে আসছে। মূলত তৃণমূল শিবির থেকে অভিযোগ তোলা হচ্ছে এই নিয়ে। যদিও বিজেপির তরফে এই অভিযোগ নস্যাৎ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রায়গঞ্জের দেবীনগরে জিএসএফপি স্কুলের ১৬৭ নম্বর বুথে ইভিএমের ২ নম্বর বোতাম কাজ করছে না। প্রসঙ্গত, ইভিএমের দুই নম্বর বোতামে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর নাম। এইদিন সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পড়েই এই অভিযোগ করা হয়। তাদের তরফে নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন কার্তিক পাল। তিনি এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

প্রসঙ্গত এইদিন সকালে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী এবং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগ জানিয়েছে। অন্যদিকে এই সকালেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সামনে এনেছিল তৃণমূল। বালুরঘাটে একটি বুথে গো ব্যাক স্লোগান দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। তিনি বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন।