Mohammedan SC: রাজস্থানকে উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে টিম ব্ল্যাক প্যান্থার

ফের জয়। বিকাশদের দাপটে এবার নিজেদের ঘরের মাঠে উড়ে গেল রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ আইলিগে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা…

Mohammedan SC Secures League Summit by Defeating Rajasthan United

ফের জয়। বিকাশদের দাপটে এবার নিজেদের ঘরের মাঠে উড়ে গেল রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ আইলিগে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল সাদা-কালো ব্রিগেড।

দলের হয়ে গোল করেন যথাক্রমে বিকাশ সিং ও হার্নান্দেজ। অন্যদিকে রাজস্থানের হয়ে একটিমাত্র গোল করেন রাঘব। শেষ মুহূর্তে রাঘবের গোলে রাজস্থান ইউনাইটেড ব্যবধান কমালেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। যারফলে, আজকের এই জয়ের দরুণ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল গোকুলাম কেরালা দলকে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে মহামেডান স্পোটিং ফুটবল ক্লাব।

আজ ডেকার এরিনাতে ম্যাচ হলেও প্রথম থেকেই আধিপত্য বজায় রেখেছিল ব্ল্যাক প্যান্থার্স। যারফলে, প্রথম দশ মিনিটের পর থেকেই প্রতিপক্ষের রক্ষনভাগে উঠে আসতে থাকে ঘনঘন আক্রমণ। কিন্তু কিছুতেই গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না চেরনিশভের ছেলেদের পক্ষে। যারফলে, বল এগিয়ে নিয়ে এসে ও স্কোর লাইন বদল করা সম্ভব হয়নি।

অন্যদিকে, সুযোগ পেতেই প্রতি আক্রমণ শানাতে থাকে রাজস্থান। অবশেষে, প্রথমার্ধের শেষের দিকে গোলের মুখ খোলেন দাপুটে ফুটবলার বিকাশ সিং। প্রথমার্ধের শেষে সেই একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ বাড়াতে থাকে রাজস্থান ইউনাইটেডের ফুটবলাররা। কিন্তু পদমের শক্তিশালী হাতে বারংবার বাঁধা পেতে হয় প্রতিপক্ষ দলের ফুটবলারদের। তবে সুযোগ বুঝে প্রতি আক্রমণে উঠে এসে গোল তুলে নেন মহামেডান স্পোটিং দলের পরিবর্ত ফুটবলার এডে হার্নান্দেজ।

তবে শেষ পর্যন্ত নির্ধারিত নব্বই মিনিটের শেষে রাজস্থান গোলের মুখ খুলতে সক্ষম হলেও ততক্ষণে ম্যাচ নিজেদের পকেটে পুড়ে নিয়েছে মহামেডান। তবে গত ম্যাচে জোড়া লাল কার্ড থাকার দরুণ মাঠে নামতে পারেনি আলেক্সিস গোমেজ ও কাসিমভ। তবে পরবর্তীতে ম্যাচে দলের প্রথম একাদশে দেখা যেতে পারে এই দুই দাপুটে বিদেশি ফুটবলারকে।