World Cup Final: ফাইনালের আগেই কামিন্সকে জবাব দিলেন রোহিত

২০২৩ বিশ্বকাপের ফাইনালের (World Cup Final) আগে আহমেদাবাদের পিচ নিয়ে বড় আপডেট দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। জানা গেছে, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি…

Rohit Sharma's Crucial Update on Ahmedabad Pitch

২০২৩ বিশ্বকাপের ফাইনালের (World Cup Final) আগে আহমেদাবাদের পিচ নিয়ে বড় আপডেট দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। জানা গেছে, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের একই পিচে অনুষ্ঠিত হবে, যেখানে ভারত ও পাকিস্তানের গ্রুপ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

রোহিত বলেন, পিচের ঘাস কম দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে পিচ ধীর গতির হতে পারে। খেলোয়াড়রাও এটা জানে। ২০১১ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় দল। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত।

Rohit Sharma Addresses Media in Pre-World Cup Final Press Conference

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘এক মাস আগে আহমেদাবাদে আমরা পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলাম। সে সময় ম্যাচের আগে প্রচুর শিশির ছিল, কিন্তু ম্যাচের দিন শিশির ছিল না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালেও একই দৃশ্য দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে ফাইনালে কতটা শিশির পড়বে কি না সেটা জানা যাবে ম্যাচের দিনই। সব মিলিয়ে ম্যাচের আগে পিচ অনুযায়ী আমরা প্লেয়িং ইলেভেন ঠিক করব। ১৫ জন খেলোয়াড়ই দলে জায়গা পেতে পারেন। প্রত্যেক খেলোয়াড়কে এ বিষয়ে জানানো হয়েছে।’

এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় ২০১৫ বিশ্বকাপ জিতেছে। এমন পরিস্থিতিতে আমরা এর সুফল পাব।’ এ প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘আমাদের দলের খেলোয়াড়রাও অনেকে ফাইনাল খেলেছে। ২০১১ সালের বিশ্বকাপ দলে ছিলেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। তবে ফাইনালে প্লেয়িং-১১-এ ছিলেন না অশ্বিন। এমন পরিস্থিতিতে এমন নয় যে আমাদের খেলোয়াড়দের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই।’

রোহিত শর্মা বলেন, এটা সব খেলোয়াড়ের জন্য বড় সুযোগ। প্রত্যেক খেলোয়াড়ই তার ভূমিকা সম্পর্কে জানে। ফাইনালের আগে আমরা আলাদা কিছু করতে চাইছি না। আমরা এতদিন যা করছি তাই করবো।’ ২০০৩ সালের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া।