Mohammed Shami: অবসর নিয়ে বড় ঘোষণা করলেন মহম্মদ শামি

ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) ইদানীং ক্রিকেট মাঠ থেকে দূরে রয়েছেন। এরই মধ্যে ক্রিকেট থেকে অবসর নিয়ে বড় বিবৃতি দিয়েছেন মহম্মদ শামি।…

Mohammed Shami

ভারতের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) ইদানীং ক্রিকেট মাঠ থেকে দূরে রয়েছেন। এরই মধ্যে ক্রিকেট থেকে অবসর নিয়ে বড় বিবৃতি দিয়েছেন মহম্মদ শামি।

ব্যথা সত্ত্বেও শামি শুধু গোটা ২০২৩ ওডিআই বিশ্বকাপ টুর্নামেন্ট খেলেননি, দুর্দান্ত বোলিংও করেছেন। এবার এক সাক্ষাৎকারে ক্রিকেট থেকে অবসর নিয়ে বড় বিবৃতি দিলেন মহম্মদ শামি। মহম্মদ শামি বলেন, ‘আমি কোনও কিছুর বোঝা সইতে পারছি না। যেদিন মনে করব যে আমি ক্রিকেট নিয়ে বিরক্ত, সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে আমার অবসরের ঘোষণা দেব।”

সাক্ষাৎকারে মহম্মদ শামিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। বিরাটকে নিয়ে আরও একটি মজার গল্প শোনালেন শামি। শামি বলেছিলেন যে উইকেট বোলাররা পান কিন্তু সবথেকে বেশি খুশি হন বিরাট কোহলি। উইকেট পেলেই খুশিতে লাফিয়ে ওঠেন বিরাট।

টিম ইন্ডিয়ার হয়ে ৬৪টি টেস্ট, ১০১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মহম্মদ শামি। ৬৪ টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। এছাড়া ১০১টি ওয়ানডেতে উইকেট নিয়েছেন ১৯৫টি। ২৩ টি টি-টোয়েন্টি ম্যাচে শামি নিয়েছেন ২৪ উইকেট। চোটের জন্য আপাতত টিম ইন্ডিয়া থেকে দূরে রয়েছেন শামি।