Delhi: ২২ বছর পর সন্ন্যাসী হয়ে মায়ের কাছে ফিরলেন নিখোঁজ ছেলে

Delhi: এ যেন ভাওয়াল রাজবাড়ির গল্প। কিংবা সেই ঘটনা নিয়ে তৈরি সিনেমা সন্ন্যাসী রাজার কাহিনী। ২২ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলে ফিরল মায়ের কাছে।…

Missing Delhi Boy Returns as a Monk, Reunites with Mother

Delhi: এ যেন ভাওয়াল রাজবাড়ির গল্প। কিংবা সেই ঘটনা নিয়ে তৈরি সিনেমা সন্ন্যাসী রাজার কাহিনী। ২২ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলে ফিরল মায়ের কাছে। সন্ন্যাসী হয়ে। উত্তরপ্রদেশের আমেঠির খারাউলির ঘটনা। যা বদল কেড়েছে গোটা দেশের। মা-ছেলের সাক্ষাতের ছবিও ভাইরাল।

সালটা ২০০২। মা-বাবা বসেছিল বলে বাড়ি ছেড়েছিলেন পিঙ্কু সিং। তখন তাঁর বয়স মাত্র ১১ বছর। পিঙ্কুর খোঁজ পায়নি তাঁর পরিবার। ততদিনে আমেঠি ছেড়ে দিল্লির ঠিকানায় গিয়েছে পিঙ্কুর মা-বাবা।

   

এরই মধ্যে নিজের গ্রামে হাজির পিঙ্কু। নিখোঁজ হওয়ার ২২বছর পর। গায়ে গেরুয়া বসন। তিন তারের বাদ্যযন্ত্র। লোকগীতি গাইছেন। ছেলেকে দেখে চিনকে এক মুহূর্তও দেরি হয়নি মা-বাবার। ২২ বছর ছেলেকে দেখে মায়ের চোখে জল।

মায়ের কান্না থামেনি। তার মধ্যেই গ্রাম সন্ন্যাসী পিঙ্কু। মায়ের আশীর্বাদ নিয়ে। তিনি যে এখন সন্ন্যাসী। সংসার ত্যাগ করেছেন। মায়ের মায়ায় তো থাকা যাবে না। সন্ন্যাসীদের নিয়ম অনুসারে, মায়ের আশীর্বাদ নিয়ে সাধনার পথে এগোতে হয়। তাই নিজের গ্রামে ফেরা। মায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেওয়া।