লোকসভা ভোটের আগে জানা গেল রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম

লোকসভা ভোটের আগে হরিয়ানা (Haryana)-তে বিরাট রাজনৈতিক পালাবদল ঘটেছে আজ মঙ্গলবার। মনোহর লাল খট্টর ও তাঁর গোটা ক্যাবিনেট ইস্তফা দেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল কে হবেন…

লোকসভা ভোটের আগে হরিয়ানা (Haryana)-তে বিরাট রাজনৈতিক পালাবদল ঘটেছে আজ মঙ্গলবার। মনোহর লাল খট্টর ও তাঁর গোটা ক্যাবিনেট ইস্তফা দেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল কে হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? এবার অবশেষে জানা গেল নাম।

জানা গিয়েছে, হরিয়ানার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি নয়াব সিং সাইনি  (Nayab Singh Saini )। দুষ্মন্ত চৌটালার দল জেজেপির সঙ্গে ভারতীয় জনতা পার্টির জোট ভেঙে যাওয়ার পর রাজ্যে নতুন সরকার গঠন হতে চলেছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন নয়াব সাইনি। বিধায়কদের বৈঠকে তাঁর নাম একমত হয়েছে। রাজ্যে দু’জন উপমুখ্যমন্ত্রী থাকবেন। অনিল ভিজ ও ভব্য বিষ্ণোইকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিকেল পাঁচটায় শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে লোকসভা নির্বাচনের পর সংগঠন বা সরকারে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। একাধিক রিপোর্টে বলা হচ্ছে যে মনোহর লাল খট্টর হরিয়ানার কারনাল আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। গত ৯ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।