Asian Cup 2023: এশিয়ান কাপের ফাইনালে জর্ডন, কী বলছেন হিজাজি?

এবারের এএফসি কাপে (Asian Cup 2023) যথেষ্ট সক্রিয় রয়েছে জর্ডন। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষ দলকে পরাজিত করেছে এই দেশ। যার দরুন এবারের এই ফুটবল…

Hijazi Maher Shares Views on Jordan's Performance in the Asian Cup

এবারের এএফসি কাপে (Asian Cup 2023) যথেষ্ট সক্রিয় রয়েছে জর্ডন। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষ দলকে পরাজিত করেছে এই দেশ। যার দরুন এবারের এই ফুটবল টুর্নামেন্টে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে অতি সহজেই। এখন ট্রফি জয়েই অন্যতম লক্ষ্য তাদের। বলতে গেলে এবারের এই টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য পাওয়ার জন্য গভীর প্রার্থনা করছেন সেখানকার আমজনতা।

এই প্রসঙ্গেই সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয় লাল-হলুদের তারকা ফুটবলার হিজাজি মাহেরকে। বলতে গেলে নিজের দেশের হাতেই ট্রফি দেখতে চান জর্ডানের এই তারকা ফুটবলার। এখন সেই প্রার্থনাই করছেন তিনি। পাশাপাশি সমর্থকদের সকলকে ও জর্ডনকে সমর্থন করার অনুরোধ জানান ইস্টবেঙ্গলের এই ভরসাযোগ্য ডিফেন্ডার।

উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে বিশেষ করে ডুরান্ড কাপ ফাইনালে জর্ডন এলসি ছিটকে যাওয়ার পর থেকেই নয়া বিদেশি ডিফেন্ডারের খোঁজ করছিল লাল-হলুদ ব্রিগেড। প্রথমদিকে, একাধিক নাম উঠে আসলেও শেষ পর্যন্ত তাদের কাউকেই চূড়ান্ত করেনি‌ ম্যানেজমেন্ট। পরবর্তীতে দলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত নিজেই বিদেশি গিয়ে নিজের সঙ্গে করে নিয়ে আসেন জর্ডানের এই দাপুটে ডিফেন্ডারকে।

প্রথমদিকে তিনি আসতে খুব একটা আগ্ৰহ না দেখালেও পরবর্তীতে আর আপত্তি থাকেনি তার। কলকাতার বুকে শুরুর দিকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে অনবদ্য ছন্দে ধরা দেন হিজাজি।

যার দরুন এবারের কলিঙ্গ সুপার কাপ নিজেদের ঘরে তুলেছে লাল-হলুদ। এক্ষেত্রে দলের রক্ষনভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে তার। এমনকি গোল ও এসেছে হিজাজির পা থেকে। এবার আইএসএলেও তার দিকে তাকিয়ে সকলে।