Transfer Window: শেষ দিনে নতুন দল পেতে পারেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার

ট্রান্সফার উইন্ডো (Transfer Window) বন্ধ হওয়ার আগে নতুন দল পেতে পারেন হাওকিপ (Thongkhosiem Haokip)।

thongkhosiem haokip

দেশের অন্যতম সেরা উদীয়মান ফুটবলার হিসেবে গণ্য করা হতো তার নাম। ইস্টবেঙ্গল (East Bengal) তাকে যখন দলে নিয়েছিল তখন লাল হলুদ সমর্থকদের মধ্যে দেখা গিয়েছিল চরম উন্মাদনা। মরসুম দুই ছিলেন সেখানে। তারপর হঠাৎ ছন্দ পতন। ট্রান্সফার উইন্ডো (Transfer Window) বন্ধ হওয়ার আগে নতুন দল পেতে পারেন হাওকিপ (Thongkhosiem Haokip)।

এক সময় Thongkhosiem Haokip এর দৌড় ভীতির সঞ্চার করতো প্রতিপক্ষের রক্ষণে। বেঙ্গালুরু ফুটবল ক্লাবের হয়ে খেলার সময়ে আলোচনায় উঠে এসেছিলেন সবথেকে বেশি। পরে তাকে দলে নেয় ইস্টবেঙ্গল। এই নিয়ে দ্বিতীয় দফায় লাল হলুদ জার্সি পরার সুযোগ এসেছিল তরুণ এই ফরোয়ার্ডের কাছে।

সিনিয়র কেরিয়ারের শুরুর দিকে পুনের হয়ে দারুণ ফুটবল খেলেছিলেন Thongkhosiem Haokip। আই লীগের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়েছিল তার নাম। পুনের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে প্রায় চল্লিশটি ম্যাচ খেলেছিলেন মণিপুরের এই ফরোয়ার্ড। পরে ক্রমে যোগ দিয়েছেন দেশের একাধিক নামকরা ক্লাবে। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম লোনে যোগ দিয়েছিলেন ২০১৬-১৭ মরসুমে। পরে টানা চার মরসুম ছিলেন বেঙ্গালুরুতে। বেশ কিছু সুযোগ পেলেও নিজের নামের পাশে খুব বেশি গোল যোগ করতে পারেননি তিনি। পরে ২০২১-২২ এবং ২০২২-২৩ মরসুমের জন্য লাল হলুদ ব্রিগেড দলে নিয়েছিল তাকে।

বৃহস্পতিবার পাওয়া আপডেট অনুযায়ী, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার একেবারে অন্তিম লগ্নে ইন্ডিয়ান সুপার লীগের একটি দল হাওকিপের ওপর আস্থা প্রকাশ করেছে। আগামী মরসুমে তাকে জামশেদপুর এফসির জার্সিতে মাঠে দেখা গেলেও যেতে পারে বলে মনে করা হচ্ছে।