East Bengal: বৃহস্পতি থেকে দলের অনুশীলনে নন্দকুমার ও ভাসকুয়েজ

চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় লীগের ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল (East Bengal)। যা নিয়ে খুব একটা খুশি নয় লাল-হলুদ জনতা। আসলে একাধিকবার…

Nandakumar Sekhar, Victor Vazquez

চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় লীগের ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল (East Bengal)। যা নিয়ে খুব একটা খুশি নয় লাল-হলুদ জনতা। আসলে একাধিকবার ব্যবধান বাড়িয়ে এগিয়ে গেলেও সে রক্ষা করা সম্ভব হয়নি। আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু ও অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের করা গোলের দৌলাতে সাক্ষাৎ পরাজয় রোধ করা সম্ভব হয়েছে বাগান ব্রিগেডের।

তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। গত মাসের শেষের দিকেই কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে মশাল ব্রিগেড। যারফলে বহু বছরের অবসান ঘটিয়ে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে জাতীয় স্তরের ট্রফি আসে ইস্টবেঙ্গলে।

সেই ধারা বজায় রেখেই এবারের আইএসএলের দ্বিতীয় লেগে দাপট দেখাতে চাইছে ময়দানের এই প্রধান। এবার তাদের মুখোমুখি হতে হবে জন আব্রাহামে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচ জিতলেই আইএসএল পয়েন্ট তালিকার প্রথম ছয় নম্বরে স্থান করে নিতে পারবে মশাল ব্রিগেড। সেদিকেই এখন লক্ষ্য সকলের। গত কয়েকদিন ধরেই দল নিয়ে অনুশীলন করাচ্ছেন স্প্যানিশ কোচ। এসবের মাঝেই শহরে এসে গিয়েছেন নয়া স্প্যানিশ তারকা ভিক্টর ভাসকুয়েজ। বল পায় অনুশীলনও করেছেন একদিন।

কিন্তু গতকাল দলের অনুশীলনে অনুপস্থিত থাকার চিন্তা দেখা দিয়েছিল সকলের। প্রথমদিকে এই নিয়ে তেমন কিছু না জানা গেলেও পরবর্তীতে শোনা যায়, সাময়িক অসুস্থতার জন্যই উপস্থিত থাকতে পারেননি এই স্প্যানিশ হাইপ্রোফাইল। তবে সব ঠিকঠাক থাকলে আজ থেকেই ফের অনুশীলনে উপস্থিত থাকবেন ভাসকুয়েজ। একইসাথে আজ অনুশীলনে আসার কথা ভারতীয় তারকা নন্দকুমার শেখরের।