IPL : বাংলায় মহিলাদের আইপিএল! জয় দিয়ে শুরু মহামেডান, কালীঘাটের

আইপিএল থেকে বহু প্রতিভা উঠে এসেছেন ভারতীয় ক্রিকেটে। তাই মহিলাদের ক্রিকেটেও আইপিএল শুরু করার দাবি সরব হয়েছিলেন বহু প্রাক্তনী। এরপর করোনা মহামারীর দাপটে একটা সময়…

আইপিএল থেকে বহু প্রতিভা উঠে এসেছেন ভারতীয় ক্রিকেটে। তাই মহিলাদের ক্রিকেটেও আইপিএল শুরু করার দাবি সরব হয়েছিলেন বহু প্রাক্তনী। এরপর করোনা মহামারীর দাপটে একটা সময় ভারতীয় খেলাধুলো প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। স্বাভাবিক ভাবেই অথৈ জলে ডুবে গিয়েছিল মহিলাদের আইপিএল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ভারতীয় ক্রিকেটের পথ প্রদর্শক হিসাবে হাজির হল বাংলা।

আইপিএলের ধাঁচে বাংলায় শুরু হল ওমেন্স টি-টোয়েন্টি ব্লাস্ট। মঙ্গলবার রাজস্থান ক্লাবকে ১৯ উড়িয়ে দিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। টসে জিতে সাদা-কালো ব্রিগেডকে ব্যাট করতে পাঠায় রাজস্থান। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৩২ রান তোলে মহামেডান। ৬০ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ওপেনার তথা সাদা-কালো অধিনায়ক মিতা পাল। জবাবে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে সক্ষম হয় রাজস্থান। দুই ওপেনার সন্সতিথা বিশ্বাস (২৭) এবং অধিনায়ক ধারা গুজ্জার (৩৪) ছাড়া রাজস্থান ক্লাবের আর কোনও ব্যাটার দু’অঙ্কের মুখ দেখেননি। মহামেডানের হয়ে তপতী পাল সর্বোচ্চ তিনটি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন মিতা।

এদিন অপর ম্যাচে এরিয়ান ক্লাবকে ১৫ রানে হারিয়েছে কালীঘাট ক্লাব। টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৯৫ রান তোলে কালীঘাট। সর্বোচ্চ স্কোরার মমতা কিস্কু (২৭)। তিনটি উইকেট পান ঝুমিয়া খাতুন। ব্যাট হাতেও এরিয়ানের হয়ে সবথেকে বেশি রান করেন ঝুমিয়া (২১)। ১৯.১ ওভারে ৮০ রানে গুটিয়ে যায় এরিয়ানের ইনিংস। কালীঘাটের হয়ে অনিন্দিতা নাথ সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন।