Saltlake : আদালতের নির্দেশে বিপাকে TMC প্রার্থী

আদালতের নির্দেশে বিপাকে পড়লেন বিধাননগরের (Saltlake) তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিধাননগরের ২০ নম্বর ওয়ার্ড প্রার্থী প্রসেনজিৎ নাগের তপশিলি জাতি শংসাপত্র আদৌ সঠিক কি না তা জানতে…

TMC logo with flowers in the background

আদালতের নির্দেশে বিপাকে পড়লেন বিধাননগরের (Saltlake) তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিধাননগরের ২০ নম্বর ওয়ার্ড প্রার্থী প্রসেনজিৎ নাগের তপশিলি জাতি শংসাপত্র আদৌ সঠিক কি না তা জানতে তদন্ত করতে ডিজিকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।  

মামলাকারী তপন কুমার সাহা অভিযোগ করেছেন, একজন জেনারেল কাস্ট হয়েও নিজেকে তপশিলি জাতির বলে দাবি করে ভোটে দাঁড়িয়েছেন প্রসেনজিৎ নাগ। যে ওয়ার্ডের জন্য দাঁড়িয়েছেন সেটি তপশিলি জাতির জন্য নির্দিষ্ট। কমিশনে অভিযোগ জানানোর পর গত ৪ জানুয়ারি রিপোর্ট চাওয়া হয় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে। কিন্তু সেই রিপোর্ট না আসায় তাঁর বিরুদ্ধে মামলা করেন তপন বাবু। 

   

প্রসেনজিত নাগের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রধান বিচারপতি ডিজিকে নির্দেশ দিয়ে বলেছেন, তৃণমূলের ওই প্রার্থীর কাস্ট সার্টিফিকেট আদৌ আসল কি না তা যাচাই করে দেখতে। অন্যদিকে মামলাকারী নিজেও ওই ওয়ার্ড থেকে একজন নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। আদালতে তিনি সেই তথ্য গোপন করেছেন বলে অভিযোগ। তথ্য গোপন করার অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে কোর্ট।

প্রার্থী তালিকা নিয়ে এমনিতেও চাপে রয়েছে তৃণমূল। ঘরে বাইরে দেখা দিয়েছে সমস্যা। তার ওপর প্রার্থীর নথি সংক্রান্ত এই অভিযোগ দলকে নতুন করে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।