আধো শিশিরে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট উত্তরবঙ্গে

শীতের আমেজে ক্রিকেট (cricket) এবং ভলিবল খেলার হিড়িক লক্ষ্য করা যায় গ্রামাঞ্চলে। শনিবার জল্পেশ স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার একাডেমী ও জল্পেশ নন্দীপাড়া দুর্গাপূজা কমিটির যৌথ উদ্যোগে…

cricket tournament in North Bengal

শীতের আমেজে ক্রিকেট (cricket) এবং ভলিবল খেলার হিড়িক লক্ষ্য করা যায় গ্রামাঞ্চলে। শনিবার জল্পেশ স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার একাডেমী ও জল্পেশ নন্দীপাড়া দুর্গাপূজা কমিটির যৌথ উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়। শনিবার সেই আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়।

এদিন এই খেলার উদ্বোধন করেন জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গণেশ সরকার ও বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীপাড়া দুর্গা পূজা কমিটির সভাপতি রজনীকান্ত রায় সহ প্রমুখ। এদিনের এই খেলায় দর্শনার্থী হিসাবে প্রচুর উৎসাহী দর্শক হাজির ছিলেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এছাড়াও, যৌথ উদ্যোগে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তাদের সূত্রে খবর, আগামী ২৫ ডিসেম্বর আট দলীয় ভলিবল খেলা ও ২৬ ডিসেম্বর আট দলীয় শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলার আয়োজন হবে। জল্পেশ নন্দীপাড়া দুর্গাপূজা কমিটির সভাপতি রজনীকান্ত রায় জানান, “আজ এই আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হল।

এছাড়াও আগামী ২৫ ডিসেম্বর আট দলীয় ভলিবল খেলা ও ২৬ ডিসেম্বর আট দলীয় শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে।” এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় বলেন,”বর্তমান সময়ে যেভাবে যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তাতে বর্তমান সমাজ ধ্বংসের মুখে। সেখানে দাঁড়িয়ে এই খেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।”
সব মিলিয়ে ময়নাগুড়ির এই টুর্নামেন্ট হলো বেশ জমজমাট।