ঋতুস্রাবের জন্যই হাতছাড়া পদক? হতাশার মাঝেই ক্ষমা চাইলেন মীরাবাই চানু

ভারতের তারকা মহিলা ওয়েট লিফটার মীরাবাই চানুর (Mirabai Chanu) থেকে পদক জয়ের যথেষ্ট প্রত্যাশা ছিল। কিন্তু, ২০২৪ প্যারিস অলিম্পিক থেকে ভিনেশ ফোগাট ছিটকে যাওয়ার পর…

Mirabai Chanu

ভারতের তারকা মহিলা ওয়েট লিফটার মীরাবাই চানুর (Mirabai Chanu) থেকে পদক জয়ের যথেষ্ট প্রত্যাশা ছিল। কিন্তু, ২০২৪ প্যারিস অলিম্পিক থেকে ভিনেশ ফোগাট ছিটকে যাওয়ার পর সকলেই মীরাবাইয়ের থেকে সোনার পদক প্রত্যাশা করেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত ভারতের এই মহিলা ওয়েট লিফটার চতুর্থ স্থান অর্জন করার কারণে পদক জয়ের যাবতীয় আশা শেষ হয়ে গিয়েছে। অলিম্পিকে এই হারের পর মীরাবাই চানুর প্রথম রিয়্যাকশন এবার সামনে এসেছে। তিনি জানিয়েছেন, ‘অলিম্পিকে ভারোত্তলন করার সময় তিনি ঋতুস্রাবের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। বুধবার তাঁর ঋতুস্রাবের তৃতীয় দিন ছিল। কিন্তু, সেই যন্ত্রণাকে সঙ্গী করেই তাঁকে খেলতে হয়েছে। আর সেই প্রভাবটাই তাঁর পারফরম্যান্সের উপরে পড়েছে। আর এটাই পদক হাতছাড়া হওয়ার অন্যতম বড় কারণ।

লক্ষ্য সোনার পদক, কখন-কোথায় দেখবেন নীরজের ম্যাচ?

   

মীরাবাই চানু জানালেন হারের কারণ
মীরাবাই চানুর কথায়, সকলেই জানে যে অ্যাথলিটদের সঙ্গে কিছু না কিছু ঘটতেই থাকে। আমি ইতিপূর্বে অনেক চোট সহ্য করেছি। রিও অলিম্পিকে আমি প্রথমবার অংশগ্রহণ করেছিলাম। কিন্তু, সেখানেও পদক আমার হাত থেকে ফসকে গিয়েছিল। এভাবেই প্রত্যেক অ্যাথলিটের ভাগ্য কখনও ভালো হয়, কখনও বা আবার খারাপ। আমার সঙ্গেও তেমনই ঘটনা ঘটেছে। রিওতে পদক হাতছাড়া করেছিলাম। এরপর আমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। এরপর টোকিও অলিম্পিকে রুপোর পদক জয় করেছি। এবারও আমি মনেপ্রাণে পদক জয়ের চেষ্টা করেছিলাম। আমি নিজের সেরা পারফরম্যান্স উজাড় করে দিয়েছিলাম। আমি দেশের জন্য আরও একবার পদক জয় করতে চেয়েছিলাম। কিন্তু, এশিয়ান গেমসেই আমি বড়সড় চোট পেয়েছিলাম। ৪-৫ মাস তো শুধুমাত্র সুস্থ হতেই সময় লেগেছে। আর তাই অলিম্পিকের প্রস্তুতি গ্রহণ করতে আমি অনেকটাই কম সময় পেয়েছিলাম।

 

ক্ষমা চাইলেন মীরাবাই চানু
এরপর দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে মীরাবাই চানু জানান, আমি এবার নিজের সেরা পারফরম্যান্স উজাড় করে দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু, আমার ভাগ্যটাই খারাপ ছিল। মহিলাদের কিছু সমস্যা আমার তৈরি হয়েছিল। আজ সেটার তৃতীয়দিন ছিল। সেকারণে শরীরে কিছুটা হলেও প্রভাব পড়েছিল। আমি পদক জেতার জন্য় যারপরনাই চেষ্টা করেছিলাম। জয় এবং পরাজয় তো পুরোটাই ভাগ্যের ব্যাপার। পরেরবার দেশের জন্য পদক জয়ের চেষ্টা করব। এবার জিততে পারলাম না। সেকারণে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আগামী প্রত্যেকটা প্রতিযোগিতায় আমি এরথেকে অনেক বেশি চেষ্টা করব। নিজের সেরা পারফরম্যান্স উজাড় করে দেব।

চুটিয়ে প্রেম, এয়ারপোর্টে প্রোপোজ! জানেন কেমন ছিল ভিনেশের লাভস্টোরি?

কোন জায়গায় পিছিয়ে পড়লেন মীরাবাই চানু?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্যারিস অলিম্পিকে বুধবার মীরাবাই চানু ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটেগরিতে ১১১ কিলোগ্রামের ওজন তুলতে পারেননি। যদিও দ্বিতীয় প্রচেষ্টায় এই ওজন তুলতে তিনি সক্ষম হয়েছিলেন। এরপর তৃতীয় প্রচেষ্টায় তিনি ১১৪ কিলোগ্রাম ওজন তুলেছিলেন। কিন্তু, মোট ভারোত্তলনের ওজনে তিনি কিছুটা হলেও পিছিয়ে পড়েন। সেকারণে তাঁকে চতুর্থ স্থান অর্জন করতে হয়। প্রথম স্থানে চিন, দ্বিতীয় স্থানে রোমানিয়া এবং তৃতীয় স্থানে থাইল্যান্ড পদক জয় করেছে।