গোটা দেশ আজ ভিনেশ ফোগাটের (Vinesh Phogat Love Story) পাশে দাঁড়িয়েছে। ভারতের এই মহিলা কুস্তিগীর আপাতত যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। তবে জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত গ্রহণ করার আগে ভিনেশ তাঁর মায়ের সঙ্গে আলোচনা করেছিলেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে যে ভিনেশের ব্যক্তিগত জীবনটা ঠিক কেমন? কেমনই বা তাঁর মুচমুচে লাভস্টোরি? আসুন, সেটাই দেখে নেওয়া যাক।
ভিনেশ ফোগাটের লাভ স্টোরি
জাতীয় স্তরের কুস্তিগীর সোমবীর রাঠির সঙ্গে বিয়ে হয়েছিল ভিনেশ ফোগাটের। বহুদিন আগে দুজনের মধ্যে বিয়ে হয়েছিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই বিয়ের আগে ভিনেশ এবং সোমবীরের মধ্যে দীর্ঘদিন প্রেমপর্ব চলে। ভারতীয় রেলওয়ের হয়ে চাকরি করতেন ভিনেশ। সেখানেই প্রথমবার সোমবীরের সঙ্গে দেখা হয়। দুজনেই কুস্তি খেলা খুব ভালোবাসতেন। আর এই কুস্তিকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে আলাপ ক্রমশ জমতে শুরু করে। অবশেষে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে খুব একটা সময় লাগেনি।
২০১৮ সালের অগস্ট মাসে ভিনেশ এবং সোমবীরের প্রেমের মুচমুচে গল্প সকলের আলোচনার কেন্দ্রে উঠে আসে। এরপর তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করার সিদ্ধান্ত জানিয়ে দেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ অগস্ট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে তাঁরা একে অপরকে রিং পরিয়ে দেন। সোমবীরের ২৪ বছরের জন্মদিনেই এই ঘোষণা করা হয়।
এই ঘোষণার চার মাস পরে অর্থাৎ ২০১৮ সালের ডিসেম্বর মাসে ভিনেশ এবং সোমবীর একে অপরকে বিয়ে করে নেন। বিয়ের আসরটি ভিনেশের নিজের জেলা চরখি দাদরিতে আয়োজন করা হয়েছিল। বিয়ের সময় ভিনেশ এবং সোমবীর সাত পাকের পরিবর্তে আট পাক নিয়েছিলেন।
এই জুটি অষ্টম পাকটি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও এবং বেটি খেলাও’-এর নামে গ্রহণ করেছিলেন। ভিনেশের বিয়েতে গীতা এবং ববিতা ফোগাট উপস্থিত হয়েছিলেন। গীতা ফোগাট তাঁর স্বামী ববিতা ফোগাটের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সোমবীর রাঠি একজন জাতীয় স্তরের কুস্তিগীর। দু’বার তিনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনার পদকও জয় করেছেন।
ভিনেশ ফোগাটের পরিবারে কে কে রয়েছেন?
বিনেশ ফোগাটের পরিবারে তাঁর মা এবং বোন রয়েছেন। মাত্র ৯ বছর বয়সেই তিনি পিতৃহারা হয়েছিলেন। জেঠু মহাবীর ফোগাটের কাছেই কুস্তির যাবতীয় প্যাঁচ-পয়জার শিখেছেন ভিনেশ। তাঁর হাত ধরেই কুস্তির দুনিয়ায় পা রাখেন তিনি। মহাবীর ফোগাটেরও চার কন্যা সন্তান রয়েছে। গীতা, ববিতা, সঙ্গীতা এবং ঋতুর পাশাপাশি তাঁদের এক ভাই দুষ্মন্তও রয়েছে। গীতা, ববিতা, ঋতু এবং ভিনেশ আন্তর্জাতিক স্তরে পদক জয় করেছেন।