Accident: রাজ্যে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই ট্র্যাক্টর, আহত ৩৫

ফের একবার শিরোনামে উঠে এল হিমাচল প্রদেশ। এবার রাজ্যে এক ভয়ানক দুর্ঘটনা (Accident) ঘটে গেল। রাজ্যের বাসোলি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই ট্র্যাক্টর।…

ফের একবার শিরোনামে উঠে এল হিমাচল প্রদেশ। এবার রাজ্যে এক ভয়ানক দুর্ঘটনা (Accident) ঘটে গেল। রাজ্যের বাসোলি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই ট্র্যাক্টর। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন পুণ্যার্থী।

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার বাসোলি গ্রামে একটি ট্র্যাক্টর ট্রলি অনিয়ন্ত্রিতভাবে উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন পুণ্যার্থী। আহতদের উনার আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুদ্ধ তৎপরতার সঙ্গে শুরু হয়েছে চিকিৎসা।

   

জানা গিয়েছে, পঞ্জাবের মানসা জেলার একদল পুণ্যার্থী বুধবার ট্র্যাক্টর ট্রলিতে করে মাতা নয়না দেবী দেখতে পেরনিগায় পৌঁছন। বৃহস্পতিবার সকালে ভক্তরা যখন বাড়ি ফিরছিলেন, তখন বাসোলি গ্রামে ট্র্যাক্টর ট্রলিটি অনিয়ন্ত্রিতভাবে উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৫ জনেরও বেশি পুণ্যার্থী বলে খবর।

আহতের মধ্যে শিশু ও মহিলাদের সংখ্যাই বেশি। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। উনা সদর থানার ইনচার্জ মনোজ ওয়ালিয়া তাঁর দল নিয়ে বাসোলির দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উনার আঞ্চলিক হাসপাতালে পাঠানোর কাজ শুরু করেন। জেলা পুলিশ সুপার রাকেশ সিং জানিয়েছেন, বাসোলিতে দুর্ঘটনায় প্রায় ৩৫ জন পুণ্যার্থী আহত হয়েছেন। তাদের উনার আঞ্চলিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।