গোটা দেশ আপাতত নীরজ চোপড়ার (Neeraj Chopra Match Timing) দিকেই আজ তাকিয়ে রয়েছেন। বৃহস্পতিবার অর্থাৎ ৮ অগাস্ট পুরুষদের জ্যাভেলিন ফাইনাল ম্যাচটি প্যারিসে আয়োজন করা হচ্ছে। প্যারিসে আয়োজিত এই ম্যাচ দেখার জন্য গোটা ভারতবর্ষ আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। কখন এবং কোথায় এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে, আসুন সেটাই সবার আগে জেনে নেওয়া যাক।
নীরজ চোপড়ার ‘দমদার’ পারফরম্যান্স
বৃহস্পতিবার প্যারিসে চলতি অলিম্পিক টুর্নামেন্টের সবথেকে বড় ম্যাচ এবং হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। টোকিও অলিম্পিকে সোনার পদক জয় করেছিলেন পানিপথের অ্যাথলিট নীরজ চোপড়া। ভারতের এই ‘সোনার ছেলে’র সাফল্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রস্তুত নীরজও। ভারত এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিকে কোনও সোনা কিংবা রুপোর পদক জয় করতে পারেনি। এই পরিস্থিতিতে সকলেই নীরজের দিকে তাকিয়ে রয়েছেন। তাঁর থেকে সোনার পদক জয়ের আশা করা যেতেই পারে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এবারের প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনকারী পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। কখন, কোথায়, কীভাবে এই ম্যাচ দেখবেন; আসুন সেটাই আপাতত জেনে নেওয়া যাক।
গোটা বিশ্ব দেখেছে নীরজের দাপট…
যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার আধিপত্যের সাক্ষী গোটা বিশ্ব রয়েছে। প্যারিস অলিম্পিকেও তিনি যাতে সোনার পদক জয় করতে পারেন, সেইজন্য গোটা দেশ আপাতত ভারতের এই ‘সোনার ছেলে’কে উৎসাহিত করার চেষ্টা করছে। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী পর্বের তালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন নীরজ চোপড়া।
কোথায় দেখবেন নীরজ চোপড়ার লাইভ ম্যাচ?
বৃহস্পতিবার পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে অংশগ্রহণ করবেন নীরজ চোপড়া। সোনার পদক জয়ের লক্ষ্যেই যে তিনি নামবেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া বৃহস্পতিবার অর্থাৎ ৮ অগস্ট খেলতে নামবেন। ভারতীয় সময় অনুসারে এই ম্য়াচটা রাত ১১টা বেজে ৫০ মিনিটে আয়োজন করা হবে। নীরজের এই ফাইনাল ম্য়াচের সরাসরি সম্প্রচার জিও সিনেমা অ্যাপ এবং স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে।
নীরজের সামনে রয়েছে কঠিন চ্য়ালেঞ্জ
তবে প্যারিস অলিম্পিকে সোনার পদক জয় করার জন্য নীরজ চোপড়াকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ তাঁর প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছেন জার্মানির জুলিয়ান বেওয়ার, গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স, চেক প্রজাতন্ত্রের ইয়াকব ভাডলেচ এবং পাকিস্তানের আরশাদ নাদিম।