মোহনবাগানের (Mohun Bagan) হয়ে আই লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন বাঙালি গোলরক্ষক প্রশিক্ষক দীপঙ্কর চৌধুরী (Dipankar Choudhury)। সেই দীপঙ্করের কাঁধে এবার বড় দায়িত্ব। আরও একটি দলে গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।
Durand Cup 2024: ডার্বিতে আসল পরীক্ষার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল
২০১৯-২০ মরসুমে আই লিগ জিতেছিল মোহনবাগান। সেই দলের সদস্য ছিলেন দীপঙ্কর। সুপার লিগ কেরলের ক্লাব কালিকট এফসি-র গোলরক্ষক কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। আসন্ন লিগের আগে জোর কদমে দল গঠনের কাজে নেমেছে কালিকট এফসি। জিজো জোসেফ, কেরভান্স বেলফোর্টের মতো ফুটবলারদের দলে নিয়েছে ক্লাব। হেড কোচ হিসেবে রয়েছেন ইয়ান আন্ড্রু গিলান। সহকারী কোচের পদে রয়েছেন মুত্থাট। ইয়ান-থমাসদের সঙ্গে প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন নৈহাটির দীপঙ্কর চৌধুরী।
প্রশিক্ষক হিসেবে ৪৬ বছর বয়সী এই প্রাক্তন গোলরক্ষকের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি জাতীয় হলের স্কাউটের কাজ করেছিলেন। গোলকিপার প্রশিক্ষক হিসেবে নর্থইস্ট ইউনাটেড এফসি, পঞ্জাব এফসিতে নিজের দায়িত্ব পালন করেছিলেন। মোহনবাগানের সঙ্গে যুক্ত হওয়ার আগে বেঙ্গালুরুর ওজোন এফসির প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলেন দীপঙ্কর চৌধুরী।
মোহনবাগানের আই লিগ জয়ের পিছনে দীপঙ্করের অবদান ছিল যথেষ্ট। শিল্টন পাল, শঙ্কর রায়, দেবজিৎ মজুমদারদের অনুশীলন করাতেন টেনিস বল দিয়ে। গোলকিপারদের ক্ষিপ্রতা বাড়ানোর জন্য কোচিংয়ের এই পন্থা অবলম্বন করেছিলেন দীপঙ্কর চৌধুরী। আসন্ন সুপার লিগ কেরল টুর্নামেন্টকে কেন্দ্র করে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে আগ্রহ ক্রমে বৃদ্ধি পেয়েছে। নামকরা ফুটবল, কোচ, কোচিং স্টাফদের নিয়ে স্কোয়াড তৈরি করছে ক্লাবগুলো।
Vinesh Phogat: কুস্তিকে ‘আলবিদা’ জানালেন ভিনেশ ফোগাট
সম্প্রতি সময়ে কেরল থেকে উঠে এসেছেন একাধিক ফুটবলার। কলকাতার ক্লাবগুলোতেও কেরালার বেশ কয়েকজন ফুটবলার চুটিয়ে ফুটবল খেলছেন। শোনা গিয়েছিল, দীপঙ্করের কাছে একাধিক ক্লাবের অফার ছিল। শেষ পর্যন্ত কেরলের কালিকট এফসি-র সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।