Ritwik Das কলকাতায় আশা নিয়ে এবার মুখ খুললেন ঋত্বিক, কী বলছেন তিনি?

পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলের থেকে একধাপ নিচে অর্থাৎ ১০ নম্বরে শেষ করতে হয়েছে তাদের। তবে একক ভাবে সকলের নজর কেড়েছেন আসানসোলের মিডফিল্ডার ঋত্বিক দাস (Ritwik Das)।

Midfielder Ritwik Das from Asansol

এবারের ফুটবলে মরশুমের শুরুতে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না জামশেদপুর এফসির। খেলোয়াড়দের বোঝাপড়ার অভাবেই আইএসএলের মতো টুর্নামেন্টে এবার মুখ পুড়েছে বুথরয়েডের ছেলেদের। যারফলে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলের থেকে একধাপ নিচে অর্থাৎ ১০ নম্বরে শেষ করতে হয়েছে তাদের। তবে একক ভাবে সকলের নজর কেড়েছেন আসানসোলের মিডফিল্ডার ঋত্বিক দাস (Ritwik Das)।

দলের পারফরম্যান্স খারাপ থাকলেও টুর্নামেন্টের হেভিওয়েট দল গুলির বিপক্ষে যথেষ্ট সক্রিয় থেকেছেন তিনি। যারফলে আইএসএল মরশুম শেষ হওয়ার আগেই তার সাথে কথা শুরু করে অন্যান্য দল গুলি। তবে খুব একটা কাজে দেয়নি সেই প্রচেষ্টা। সুযোগ বুঝে তার সাথে আরও দুই বছরের চুক্তি বাড়ায় জামশেদপুর ম্যানেজমেন্ট।

   

সেই ছেলে এবার ফুল ফোটাচ্ছে সুপার কাপের মতো দেশের সর্বাধিক কাপ টুর্নামেন্টে। উল্লেখ্য, এবারের আইএসএলে দলের পারফরম্যান্স খারাপ থাকলেও সুপার কাপে যেন একেবারে অন্যভাবে ধরা দিয়েছে জামশেদপুর। প্রথম ম্যাচে এফসি গোয়ার মতো হেভিওয়েট দলকে ৫ গোল দেয় জামশেদপুর। তবে এখানেই শেষ নয়।

এবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানকে ও ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় তারা। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার গ্রুপের শেষ ম্যাচে গোকুলাম কেরালা এফসির মুখোমুখি হবে জামশেদপুর। সেই ম্যাচ জিতলে বাড়তি অক্সিজেন পাবে দল। কারন আগের দুই ম্যাচ জিতে অতি সহজেই সেমির রাস্তা পাকা করে ফেলেছে বুথরয়েড ব্রিগেড।

এবার সাংবাদ মাধ্যমের মুখোমুখি হন সেই দলের মধ্যমনি ঋত্বিক দাস। একটি জনপ্রিয় মাধ্যমের তরফ থেকে তাকে প্রশ্ন করা হয়, যদি কলকাতার কোনও দলে খেলার সুযোগ পান তাহলে কি করবেন? বা কোথায় আসতে চাইবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা মুচকি হেসে তিনি বলেন, আপাতত জামশেদপুরের সাথে খেলছি এবং টুর্নামেন্ট জেতার কথাই ভাবছি। আমার সমস্ত ভাবনা এখন জামশেদপুরকে নিয়ে। তাই এখনি কলকাতার কোনও প্রধানে খেলার বিষয় নিয়ে মাথা ঘামাতে চননা এই তরকা মিডফিল্ডার।

উল্লেখ্য, এবার শুধু আইএসএল নয়, দেশের জার্সিতে ও ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলেছেন আসানসোলের এই তারকা। পাশাপাশি সকলের নজরে ও এসেছেন তিনি। তবে এই ঘরের ছেলে আদৌ ঘরে ফেরে কিনা সেই উত্তর দেবে সময়।