HomeSports NewsBrendan Hamill: অস্ট্রেলিয়ার ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন‌ হ্যামিল

Brendan Hamill: অস্ট্রেলিয়ার ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন‌ হ্যামিল

- Advertisement -

সপ্তাহ কয়েক আগেই ব্রেন্ডন হ্যামিলকে (Brendan Hamill) রিলিজ করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। তিনি একানন আরো একাধিক বিদেশি ফুটবলারদের বিদায় জানিয়েছে মেরিনার্সরা।‌ পরিবর্তে দলে এসেছেন একাধিক হাইপ্রোফাইল ফুটবলার। নয়া মরশুমে তাদের সামনে রেখেই প্রথম একাদশ সাজাবেন বাগানের নয়া কোচ জোসে মোলিনা। এছাড়াও দলে আসতে পারেন বেশকিছু তরুণ ফুটবলার। সেদিকেই নজর রয়েছে সকলের।

কিন্তু নয়া মরসুমে কোথায় যোগদান করবেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার? সেই নিয়ে দেখা দিয়েছিল বহু জল্পনা। অবশেষে নিজের দেশের ফুটবল ক্লাবের সঙ্গেই যুক্ত হলেন ব্রেন্ডন হ্যামিল। আসন্ন একটি ফুটবল মরশুমের জন্য তাকে দলে নিয়েছে মেলবোর্ন ভিক্টরি ফুটবল ক্লাব। নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা ঘোষণা করেছে এ লিগের এই ফুটবল ক্লাব। ‌ তাকে নেওয়ার জন্য একটা সময় আইএসএলের বেশ কিছু ফুটবল ক্লাবের তরফ থেকে আগ্রহ দেখানো হলেও কথাবার্তা এগোয়নি বেশিদূর।

   

হ্যামিল ফিরে গেলেন নিজের দেশের ক্লাবে। উল্লেখ্য,গত কয়েক মরসুম ধরে সবুজ-মেরুন জার্সিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু শেষ মরশুমে খুব একটা সুযোগ পাননি দলের প্রথম একাদশে। স্বাভাবিকভাবেই তাকে দলে রাখা নিয়ে উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। সেটাই হয়েছে এবার।

স্প্যানিশ ফুটবলার হেক্টর ইউৎসের পাশাপাশি এবার তাকে বিদায় জানিয়েছে ম্যানেজমেন্ট। ‌ এবারের এই ফুটবল সিজনে নয়া দলের জার্সিতে নিজেকে আদৌ কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular