এই আইএসএল সিজনে শিল্ড জয়ের পাশাপাশি ট্রফি জেতার টার্গেট থাকলেও শেষ পর্যন্ত তা আর পূরন হয়নি। নিজেদের ভুলভ্রান্তি শুধরে নিয়ে আগামী মরশুমে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দলের। সেইমতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান।
সেজন্য, এবার দল থেকে বাদ পড়তে পারেন একাধিক ফুটবলার। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলার রয়েছেন সেই তালিকায়। তাদের মধ্যেই একজন হলেন অস্ট্রেলিয়ান তারকা ব্রান্ডন হ্যামিলের নাম। বলাবাহুল্য, এই ফুটবল সিজনে অনেকটাই অফ কালার থেকেছেন হ্যামিল। বিশেষ করে স্প্যানিশ বস অ্যান্তোনিও লোপেজ হাবাস দলের দায়িত্ব গ্ৰহন করার পর থেকে আর সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি দলের এই অজি ফুটবলার।
ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে ও রিজার্ভ বেঞ্চে থেকেই শুরু করতে হয়েছিল তাকে। সব দিক খতিয়ে দেখেই হ্যামিলকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পথে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তাই নতুন মরশুমের কথা মাথায় রেখে এই অস্ট্রেলিয়ান ফুটবলারকে দলে পাওয়ার জন্য আসরে নেমেছে কেরালা ব্লাস্টার্স ফুটবল দল। কিছুদিন আগেই সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানিয়েছে এই ক্লাব। যতদূর খবর, আইএসএল জয়ী কোনো কোচকে দলের দায়িত্ব দিতে চায় দক্ষিণের এই ফুটবল দল। সেক্ষেত্রে হ্যামিলকে রেখেই নতুন দল গঠনের কাজ করতে চায় কেরালা ব্লাস্টার্স।
তবে এবার এই দাপুটে ফুটবলারের দিকে নজর রয়েছে সার্জিও লোবেরার ওডিশা এফসি। এই সিজনে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও আগামী মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল দল। সেজন্য, চুক্তি বাড়ানো হয়েছে এই স্প্যানিশ হাইপ্রোফাইল কোচের সঙ্গে। এছাড়াও দলের মধ্যে ও আসতে চলেছে আমূল পরিবর্তন। সেক্ষেত্রে হ্যামিলকে নিয়ে প্রথম একাদশ সাজানোর কথা ভাবছে জগন্নাথের রাজ্যের এই দল।