গত মরসুমে অনবদ্য লড়াই করেছিল এফসি গোয়া (FC Goa) ফুটবল ক্লাব। কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয়েছিল বোরহা হেরেরাদের। তবু ও নতুন মরশুমে মানালো মার্কেজের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। তাঁর নির্দেশ মেনেই দল সাজাচ্ছে আইএসএলের এই ফুটবল ক্লাব। এবার নিজেদের পুরোনো এক ফুটবলারকে দলে ফিরিয়ে আনলো এই ফুটবল ক্লাব। তিনি ইকের গুয়ারক্সেনা (Iker Guarrotxena)।
আগের সিজনে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। বর্তমানে চোটের কবলে থাকলেও নয়া আইএসএল মরশুমে তাকেই ফিরিয়ে এনেছে এফসি গোয়া। এই ফুটবলারের উপস্থিতিতে নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আপফ্রন্টকে। মূলত, লেফট উইঙ্গার হিসেবে অধিক পরিচিত হলেও দলের প্রয়োজনে ফরোয়ার্ড হিসেবে ও খেলতে পারেন তিনি। পূর্বে গোয়া দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন গুয়ারক্সেনা।
যদিও পরবর্তীতে ফিরে গিয়েছিলেন স্পেনে। সেখান থেকেই ফের ভারতে আসা। যোগদান করেন মুম্বাই সিটি এফসিতে। জুন মাসের শেষেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল আগেরবারের আইএসএল জয়ীদের। তারপর আর আগ্ৰহ দেখায়নি সিটি ম্যানেজমেন্ট। সেই সুযোগ কাজে লাগিয়েই এই দাপুটে ফুটবলারকে দলে নেওয়ার জন্য আসরে নামে আইএসএলের দুই ক্লাব। পাশাপাশি তাকে নেওয়ার জন্য আগ্ৰহ প্রকাশ করে এক বিদেশি ফুটবল ক্লাব।
শেষ পর্যন্ত নিজের পুরোনো দলকেই বেছে নিলেন বছর একত্রিশের এই উইঙ্গার। বুধবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে এফসি গোয়া শিবির। সব ঠিকঠাক থাকলে নয়া আইএসএল মরশুমের শুরু থেকেই দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে গোয়ার এই প্রাক্তন ফুটবলারকে।