চিকুর দেশকে হারানোর লক্ষ্যে অটুট ভক্ত চিকু

একদিকে যখন বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ভারত, অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তানও। ২০২৩ উদীয়মান এশিয়া কাপের প্রাককালে পাকিস্তান ‘এ’র চিকু পরিস্কার জানালেন, নামের পাশাপাশি কামও…

একদিকে যখন বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ভারত, অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তানও। ২০২৩ উদীয়মান এশিয়া কাপের প্রাককালে পাকিস্তান ‘এ’র চিকু পরিস্কার জানালেন, নামের পাশাপাশি কামও করে দেখাবেন তিনি।

শুক্রবার এমার্জিং কাপের সেমিফাইনালে ৭৯ বলে ৮৮ রানের ইনিংস খেলেছেন পাকিস্তান ‘এ’ দলের ব্যাটার ওমাইর বিন ইউসুফ।  পাকিস্তানকে ফাইনাল অবধি নিয়ে যাওয়ার পিছনে লম্বা হাতও রয়েছে তাঁর।

   

বন্ধু মহলে “চিকু” নামে বিশেষ ডাক খোঁজ আছে ওমেইরের। বাবর আজম ছাড়া বিরাট কোহলির ‘বিরাট’ ভক্ত তিনি। কোহলির ডাক নামের সাথে অদ্ভুত ভাবে তাঁর নিজের ডাক নাম মিলে যাওয়ায় খুশি হলেও সন্তুষ্ট নন। কোহলির মতো খেলতে চান তিনি। জেতাতে চান দলকে। ফাইনালে যশ ধুলের ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন করাতে চায় পাকিস্তানকে।

শ্রীলঙ্কাকে হারিয়ে একটি সাক্ষাৎকার দেন ওমেইর। সেখানেই তিনি তাঁর বিরাট-প্রীতির খথা জানান। পাশাপাশি বলেন, পাকিস্তানের বাবর আজম ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনেরও ভক্ত তিনি। ওমেইর ইউসুফ বলেছেন, ‘‘কোহলি ছাড়া আমি বাবর আজ়মেরও বড় ভক্ত। আরও এক জনের ব্যাটিং দেখি। তিনি নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। এই তিন জনের খেলা দেখি। কী করে শট খেলেন দেখি। চেষ্টা করি নিজের ব্যাটিং উন্নত করতে।’’

রোবিবার প্রেমদাসা স্টেডিয়ামে উদীয়মান এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান, ম্যাচ শুরু হঢে দুপুর দুটোয়। ভারতে ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ফ্যান কোডে।