ভবিষ্যতে ইস্টবেঙ্গলে খেলার সম্ভাবনার কথা জানালেন মেহেতাব সিং

ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের কাছে মেহেতাব সিং (Mehtab Singh) নামটা খুব একটা অপরিচিত নয়। বর্তমানে ভারতের অন‍্যতম সেরা রক্ষণ ভাগের ফুটবলার মেহেতাব, তার খেলার হাতেখড়ি…

Mehtab Singh said about the possibility of playing in East Bengal in the future

ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের কাছে মেহেতাব সিং (Mehtab Singh) নামটা খুব একটা অপরিচিত নয়। বর্তমানে ভারতের অন‍্যতম সেরা রক্ষণ ভাগের ফুটবলার মেহেতাব, তার খেলার হাতেখড়ি ইস্টবেঙ্গলের একাডেমি থেকে। এইমুহুর্তে দুর্দান্ত ছন্দে আছেন মেহেতাব। মুম্বই সিটি এফসির পরপর ম‍্যাচের সেরা শিরোপা পেয়েছেন। সম্প্রতি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএলের ম‍্যাচে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন। লাল-হলুদের ফুটবলারদের আক্রমণে কোনও দাগ কাটতে দেননি তিনি।

পুরনো ক্লাবের বিরুদ্ধে এমন দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তাই স্বাভাবিক ভাবেই তৃপ্ত মেহেতাব।হয়ে পড়েছিলেন খানিকটা আবেগি।খেলার শেষে সাংবাদিকদের সাথে তার ব‍্যক্তিগত অনুভূতি শেয়ার করেছিলেন। পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলেন ইস্টবেঙ্গলে খেলে।তাই সেই দলের বিরুদ্ধে খেলে ভীষণ খুশি মেহেতাব,ভীষণ খুশি ফের কলকাতায় ফিরে।

বর্তমান ইস্টবেঙ্গল দলটার প্রশংসাও করেছেন মেহেতাব।জানিয়েছেন লাল হলুদ ব্রিগেডের খেলা ভীষণ ভালো লেগেছে তার।মেহেতাবের মতে কনস্টানটাইনের দল গেম বাই গেম ইম্প্রুভ করছে তাদের খেলা।

বর্তমানে মুম্বাই সিটি এফসির অন‍্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার মেহেতাব, ভবিষ্যতে যদি ইস্টবেঙ্গলের তরফে প্রস্তাব পান তাহলে খেলতে আসবেন কি ? তারকা ফুটবলার কে এই প্রশ্ন করা হলে তিনি হেসে জানান এখন কিভাবে এই সব বলা সম্ভব।তবে একেবারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি।উত্তরটা ভবিষ্যতের হাতে তুলে রাখলেন মেহেতাব।

ডুরান্ড কাপে মুম্বাই সিটি এফসির হয়ে কলকাতায় খেলে গেছেন মেহতাব, ফের আরেকবার আইএসএলে খেলার সুবাদে তিনি আসলেন কলকাতায়।কেমন লেগেছে এখানকার মানুষদের ? সপাটে জবাবে মেহেতাব জানিয়েছেন তার কলকাতায় খেলার অভিজ্ঞতা বরাবর ভালো।ক্লাবের হয়ে একের পর এক দুর্দান্ত সব পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে এখন জাতীয় দলে সুযোগ করে নেওয়া টাই লক্ষ‍্য মেহেতাবের।