IPL 2024: পার্পল ক্যাপের দৌড়ে ‘স্পিড মার্চেন্ট’ মায়াঙ্ক যাদব

২১ বছর বয়সী মায়াঙ্ক যাদব ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন হয়ে উঠেছেন। মায়াঙ্ক যাদব দ্রুত গতির সঙ্গে আইপিএল-এ (IPL 2024) ধারাবাহিকভাবে উইকেট নিয়ে নজর কেড়েছেন সকলের।…

Mayank Yadav in IPL 2024 Purple Cap race

২১ বছর বয়সী মায়াঙ্ক যাদব ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন হয়ে উঠেছেন। মায়াঙ্ক যাদব দ্রুত গতির সঙ্গে আইপিএল-এ (IPL 2024) ধারাবাহিকভাবে উইকেট নিয়ে নজর কেড়েছেন সকলের। আরসিবির বিরুদ্ধে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব দুর্দান্ত বোলিং করে পার্পল ক্যাপের দৌড়ে প্রবেশ করেছেন জোরালোভাবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে মায়াঙ্ক যাদব ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ টি উইকেট।

T20: W, W, W… টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বার হ্যাট্রিক করলেন ২১ বছরের ক্রিকেটার

   

রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনের মতো তারকা ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফিরিয়েছেন মায়াঙ্ক। অভিষেক ম্যাচেও ৩ উইকেট পেয়েছিলেন মায়াঙ্ক যাদব। এই নিয়ে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। পার্পল ক্যাপের দৌড়ে এক নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। এখনও পর্যন্ত ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর।

IPL 2024: হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্সের নামে দু’টো বিব্রতকর রেকর্ড

রাজস্থান রয়্যালসের তারকা স্পিন বোলার যুজবেন্দ্র চাহালও পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন। আইপিএল ২০২৪-এ যুজবেন্দ্র চাহাল ইতিমধ্যে ৬ উইকেট নিয়েছেন। পার্পল ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন। অন্যদিকে মোহিত শর্মা ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে চার নম্বরে রয়েছেন। ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে পঞ্চম স্থানে খলিল আহমেদ।

আইপিএল ২০২৪-এ সর্বোচ্চ উইকেট শিকারি

  • মুস্তাফিজুর রহমান- ৩ ম্যাচে ৭ উইকেট
  • মায়াঙ্ক যাদব- ২ ম্যাচে ৬ উইকেট
  • যুজবেন্দ্র চাহাল- ৩ ম্যাচে ৬ উইকেট
  • মোহিত শর্মা- ৩ ম্যাচে ৬ উইকেট
  • খলিল আহমেদ- ৩ ম্যাচে ৫ উইকেট