T20: W, W, W… টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বার হ্যাট্রিক করলেন ২১ বছরের ক্রিকেটার

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল বর্তমানে বাংলাদেশ (Bangladesh vs Australia) সফরে রয়েছে। সফর শুরু হয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে।…

Fariha Trisna took career second t20 hattrick

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল বর্তমানে বাংলাদেশ (Bangladesh vs Australia) সফরে রয়েছে। সফর শুরু হয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে। এবার এই দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলা হচ্ছে।

Rohit Sharma: IPL-এ সবথেকে বেশি ‘০’ রানের রেকর্ডের মালিক রোহিত

   

ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চলছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ২১ বছর বয়সী এক বোলার। মহিলা ক্রিকেটে চলতি বছরের এটি পঞ্চম হ্যাটট্রিক। ঢাকায় অনুষ্ঠিত এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ২১ বছর বয়সী ফারিহা তৃষ্ণা। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন ফারিহা তৃষ্ণা। ইনিংসের শেষ তিন বলে তিন ব্যাটসম্যানকে আউট করেন ফারিহা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক।

HAT-TRICK for Fariha Trisna in T20i against Australia women#BCB #Cricket #BANWvAUSW #LiveCrcket #HomeSeries #T20Iseries #womenscricket pic.twitter.com/I00NUVXNg3

— Bangladesh Cricket (@BCBtigers) April 2, 2024

ফারিহা তৃষ্ণা এই ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ব্যাটসম্যানদের আউট করেছেন। এলসা পেরি, সোফি মলিনেক্স ও বেথ মুনিকে শেষ তিন বলে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে অস্ট্রেলিয়া।

KKR vs RR: ১৭ তারিখে কেকেআর-এর ম্যাচ না-ও হতে পারে

মহিলা এশিয়া কাপ ২০২২ চলাকালীন ফারিহা তৃষ্ণা টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন তিনি। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন তিনি। তাঁর অসাধারণ বোলিংয়ের সুবাদে মালয়েশিয়াকে মাত্র ৪১ রানে অলআউট করে বাংলাদেশ দল ৮৮ রানে ম্যাচ জিতে নিয়েছিল।