Rohit Sharma: IPL-এ সবথেকে বেশি ‘০’ রানের রেকর্ডের মালিক রোহিত

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর ১৪তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians vs Rajasthan Royals) প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit…

rohit sharma most zero run record in IPL

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর ১৪তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians vs Rajasthan Royals) প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যার ফলে তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে অপ্রত্যাশিত একটি রেকর্ড। আইপিএলে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ড স্পর্শ করেছেন রোহিত। দীনেশ কার্তিকের রেকর্ড স্পর্শ করলেন তিনি। ডান দিকে ঝাঁপিয়ে উইকেটের পিছনে দারুণ ক্যাচ নিয়েছিলেন সঞ্জু স্যামসন।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর ১২৫/৯। রাজস্থান রয়্যালসের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও যজুবেন্দ্র চাহাল।

IPL 2024: হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্সের নামে দু’টো বিব্রতকর রেকর্ড

ম্যাচ শুরু হওয়ার আগে থেকে গ্যালারি জুড়ে হার্দিককে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছিল নেতিবাচক ধ্বনি। সঞ্জয় মঞ্জরেকর দর্শকদের সংযত হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। হার্দিক ৩৪ রান না করলে দলের মোট রান হয়তো আরো কম হতো। অধিনায়ক হিসেবে দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন। হল না। হারের হ্যাটট্রিক।

২৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস। ফর্মে থাকা রিয়ান পরাগ রাজস্থানের পক্ষে একাই ম্যাচ বের করলেন। ৩৯ বলে করলেন অপরাজিত ৫৪ রান। তিনটি উইকেট নিতে পেরেছিল মুম্বাই। যার মধ্যে তিনটি নিয়েছেন আকাশ মধোয়াল।

IPL-এ সবচেয়ে বেশি শূন্যের জন্য আউট হয়েছেন যে খেলোয়াড়রা

  • ১৭- রোহিত শর্মা
  • ১৭- দীনেশ কার্তিক
  • ১৫ – গ্লেন ম্যাক্সওয়েল
  • ১৫- পীযূষ চাওলা
  • ১৫- মনদীপ সিং
  • ১৫- সুনীল নারিন

Mohun Bagan: চেন্নাইনকে জিতিয়ে ‘সেভজিৎ’ বললেন ‘মোহনবাগান সেরা’

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, নমন ধীর, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), টিম ডেভিড, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জাসপ্রিত বুমরাহ, কুয়েনা এমফাকা।

রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, নন্দরে বার্জার, যুজবেন্দ্র চাহাল।

মুম্বাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার: ডিওয়াল্ড ব্রেভিস, নুয়ান থুশারা, রোমারিও শেফার্ড, নেহাল ওয়াধেরা, শামস মুলানি।

রাজস্থানের ইমপ্যাক্ট প্লেয়ার: রোভম্যান পাওয়েল, তনুশ কোটিয়ান, কুলদীপ সেন, শুভম দুবে, আবিদ মুস্তাক।