ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্জুন সিং

  ২৪-এর লোকসভা ভোটের হাতেগোনা আর কয়েকদিন বাকি থাকতেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন…

 

২৪-এর লোকসভা ভোটের হাতেগোনা আর কয়েকদিন বাকি থাকতেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহার জেলার কার্যনির্বাহী সদস্য তাপস দাসকে নিরাপত্তা দিল কেন্দ্র।

লোকসভা নির্বাচনের আগে এই চার নেতাকে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত মাসেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অর্জুন সিং বিজেপিতে যোগ দেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘ওয়াই’ ক্যাটাগরিতে এবং অর্জুন সিংকে ‘জেড’ ক্যাটাগরিতে নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে অভিজিৎ বর্মন ও তাপস দাস দুজনকেই ‘এক্স’ ক্যাটাগরিতে নিরাপত্তা দেওয়া হয়েছে।