World Cup: সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ম্যাক্সওয়েলের ২০১* থামাল আফগান আস্ফালন

স্মরণীয় একটি ম্যাচ। আজ কেরিয়ারের সেরা ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। অপরাজিত ২০১ রান। দুর্ধর্ষ আফগানিস্তানের মুখ থেকে নিশ্চিত জয় ছিনিয়ে আনলেন তিনি। উইকেটের অন্য প্রান্তে…

Maxwell's 201

স্মরণীয় একটি ম্যাচ। আজ কেরিয়ারের সেরা ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। অপরাজিত ২০১ রান। দুর্ধর্ষ আফগানিস্তানের মুখ থেকে নিশ্চিত জয় ছিনিয়ে আনলেন তিনি। উইকেটের অন্য প্রান্তে চোয়াল শক্ত করে রইলেন অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপ ২০২৩ (World Cup) এর সেমিফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া। খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে আজ জয় প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। অন্য দিকে আফগানিস্তানের জন্য এই ম্যাচ ছিল মরণ বাঁচনের লড়াই। দারুণ লড়াই করল আফগান একাদশ। যে কোনো মুহূর্তে চলতি বিশ্বকাপে ঘটতে পারতো আরও একটা অঘটন।

পরপর তিন ম্যাচ জিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ইনিংসে পরাজিত ১২৯ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। তার ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২৯১ রান তোলে আফগানিস্তান।

রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। দলগত একশো রান হওয়ার আগে সাত উইকেট হারায় পাঁচবারের বিশ্বকাপ জয়ী দেশ। ম্যাক্সওয়েল ব্যাট করতে নেমেছিলেন ছয় নম্বরে। ১২৮ বলে খেললেন অপরাজিত ২০১ রানের ইনিংস। ঐতিহাসিক। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স অপরাজিত রইলেন ১২ রানে। খেলেছেন ৬৮ বল। একানব্বই রানে সাত উইকেট হারানোর পর ২০২ রানের পার্টনারশিপ। ১৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়া।