Mohammedan SC: ডেভিডের জোড়া গোলে জয়ের সরণিতে মহামেডান

আইলিগের গত ম্যাচের হতাশা ভুলে আজ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে ট্রাই এফসির মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সম্পূর্ণ সময়ের শেষে ৬-০ গোলের ব্যবধানে সেই…

Mohammedan SC

আইলিগের গত ম্যাচের হতাশা ভুলে আজ নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে ট্রাই এফসির মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সম্পূর্ণ সময়ের শেষে ৬-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল রেড রোডের এই ফুটবল ক্লাব। দলের জার্সিতে যথাক্রমে দুইটি গোল করেন ডেভিড লালাসাঙ্গা। পাশাপাশি আজ গোল পান জোসেফ, কাশিমভ,রেমসেঙ্গা ও স্যামুয়েল।

এই তারকা ফুটবলারদের অনবদ্য পারফরম্যান্সের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে ট্রাউ এফসি। যার ফলাফল হিসেবে হাফ ডজন গোল হজম করতে হয় তাদের। পাশাপাশি আজকের এই জয়ের ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে সাদা-কালো ব্রিগেড। যা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে দলের ফুটবলারদের কাছে। সূচী অনুসারে এর পরেই হয়ত অ্যাওয়ে ম্যাচ খেলতে বাইরে যেতে হবে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। তার আগে দলের এই পারফরম্যান্স যথেষ্ট অক্সিজেন দেবে ডেভিড-প্রিন্সদের।

   

চলতি ফুটবল মরশুমে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এবার কলকাতার বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টসের মতো দলকে হারিয়ে কলকাতা লিগ জয় করে রেডরোডের এই ফুটবল ক্লাব। সেই পারফরম্যান্স ধরে রেখেই আইলিগ অভিযান শুরু করেছিল মহামেডান।

প্রথম ম্যাচে আইজল এফসির বিপক্ষে জয় ও উঠে আসে তাদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে শিলং লাজং এফসির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের। যা নিয়ে প্রবল অখুশি ছিল দলের সমর্থকরা। তবে নিজেদের ভুল শুধরে নিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর কথা শোনা গিয়েছিল মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভের তরফ থেকে। সেটাই হলো এবার। হাফ ডজন গোলে আইলিগে দ্বিতীয় জয় তুলে নিল ব্ল্যাক প্যান্থার্স।

পাশাপাশি এই দলের অন্যতম তরুণ ফরোয়ার্ড ডেভিড লালাসাঙ্গাকে নিয়েও উঠে আসছিল একাধারে প্রশ্ন। চলতি মরশুমে পরপর দুই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও তাকে না খেলানোর কথা শোনা যাচ্ছিল বহুবার। তবে গতকাল সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ডেভিডের প্রথম একাদশে থাকার কথা জানিয়ে দিয়েছিলেন মহামেডান দলের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। সেইমতো আজ দেখা যায় এই তরুণ ফুটবলারকে। এসেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন সকলকে।