Mohun Bagan: বাগানের বিরুদ্ধে আজ গোল করার লোকের অভাবে ভুগতে থাকা চেন্নাইয়িন

ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ফিরছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আজ সন্ধ্যায় রয়েছে ম্যাচ। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। ধারে ভারে কিংবা সম্প্রতি সময়ের ফর্মে বিচারে মোহনবাগান…

Mohun Bagan

ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ফিরছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আজ সন্ধ্যায় রয়েছে ম্যাচ। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। ধারে ভারে কিংবা সম্প্রতি সময়ের ফর্মে বিচারে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে থাকবে এই ম্যাচে। চেন্নাইয়িন এফসি হেরেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগের অন্তিম স্থানে থাকা দল হায়দরাবাদ এফসির কাছে।

হায়দরাবাদ এফসি এবারের আইএসএল-এ একটি মাত্র ম্যাচ জিতেছে। সেটা চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। লাস্ট বয় বাজিমাত করার ফলে হতাশ হয়ে পড়েছিলেন চেন্নাইয়িন কোচ ওয়েন কয়েল। ক্ষমা চেয়েছেন দলের সমর্থকদের কাছে, “এত সুযোগ তৈরি করেও গোল করতে না পারার জন্য সবার কাছে ক্ষমা চাইছি আমি। গত সপ্তাহে ওডিশার মতো দলকে হারানোর পরে এই ম্যাচে আমাদের কাছে একটা বড় সুযোগ ছিল। তাও পারলাম না। আমি হতাশ।”

বস্তুত গোল করার লোকের অভাবে ভুগছে চেন্নাইয়িন এফসি। পরিসংখ্যান থেকে বিষয়টা স্পষ্ট। জর্ডন মারে চারটি এবং রাফায়েল ক্রিভেলারো ও কোনর শিল্ডস মাত্র তিনটি করে গোল করেছেন। মোহনবাগান যেখানে ৩৮টি গোল করেছে, সেখানে চেন্নাইয়িনের গোলের সংখ্যা মাত্র ১৮।

চলতি বছরের শুরু থেকে মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্স রয়েছে ভালো ফর্মে। রক্ষণে শুভাশিস বোস, হেক্টর ইউস্তে, আশিস রাই, আনোয়ার আলি-রা দলের ভরসার মুখ হয়ে উঠেছেন। নতুন বছরে এ পর্যন্ত যে আটটি ম্যাচ খেলেছে মোহনবাগান, তার মধ্যে চারটিতে ক্লিন শিট রাখতে পেরেছে সবুজ মেরুন ব্রিগেড।